এহতেশামুল হ্ক্ব ক্বাসেমী
সিলটের মাতৃভাতৃভাষা নাগরী। রাষ্ট্রীয়ভাষা বাংলা। যারা বাংলা ভাষায় কথা বলেন তারা বাঙ্গালী। আর যারা নাগরী ভাষায় কথা বলেন তারা সিলেটী, বাংলাদেশী। হজরত শাহজালাল মুজাররাদে ইয়ামানীর আগমনের মধ্য দিয়ে নাগরী ভাষার বিকাশ ঘটে। এভাষার ইতিহাস একদিকে বড়ই উজ্জ্বল। অন্যদিকে বড়ই করুণ! মুসলমানদের হাতেই তার জন্ম। এর রয়েছে নিজস্ব হরফ ও বর্ণ। রচিত হয়েছে এভাষায় শত শত কিতাব। অজস্র পংতি ও পূঁথি। তবে এটা চরম এক মাযলূম ভাষা। ভিন্নভাষার আগ্রাসনে নাগরী ভাষা আজ নির্বাসনে। তাকে উদ্ধার করা বৃহত্তর সিলেটবাসীর উপর লাযেম অত্যাবশ্যক। সময়ের দাবীও বটে। নতুবা ভাষার মত এক মহান নেয়ামতের বেকদরী ও নাশুকরীর দায়ে পরকালে আদালতের কাটগড়ায় আমাদের কে অবশ্যই দাঁড়াতে হবে। তাই দায় এড়াতে শুরু করতে হবে আরেকটি ভাষা আন্দোলন। শ্লোগাণ দিতে হবে ” রাষ্ট্রভাষা নাগরী চাই”।