Tuesday 3rd December 2024
Komashisha familyAdvertisementContact । Time: রাত ১১:২৭
Home / খোলা জানালা / রাজনৈতিক সংকট তথা শূন্যতার সুযোগে দেশে নানা সংকট সৃষ্টি হচ্ছেঃ অধ্যক্ষ মাসউদ খান

রাজনৈতিক সংকট তথা শূন্যতার সুযোগে দেশে নানা সংকট সৃষ্টি হচ্ছেঃ অধ্যক্ষ মাসউদ খান

12191562_522453461242631_776892079540142788_nঢাকা, ৪ নভেম্বর ২০১৫ঃ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, দেশের মানুষ এক চরম অনিশ্চয়তা ও আশংকার মধ্যে দিনাতিপাত করছে। মানুষের জান-মাল-ইজ্জতের নূন্যতম গ্যারন্টি নেই। গুম, খুন, হত্যা দিনকে দিন বেড়েই চলছে। এমনিকি পুলিশ সদস্যরাও খুনের শিকার হচ্ছে। দেশে অর্থনৈতিক পরিবেশ মারাত্মভাবে ক্ষতিগ্রস্থ। রাজনৈতিক সংকট তথা শূন্যতার সুযোগে দেশে নানা সংকট সৃষ্টি হচ্ছে। তাই অগ্রাধিকার ভিত্তিতে দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা দূর করতে হবে। দেশের স্থিতিশীলতা, উন্নয়ন, অগ্রগতি, স্বকীয়তা ও সার্বভৌমত্বের স্বার্থে জাতীয় ঐক্যমত্য গড়ে তুলতে হবে। জাতিকে বিভাজনের রাজনীতি পরিহার করতে হবে। রাজনৈতিক দমন-নিপিড়ন বাদ দিয়ে জনগনের অধিকার নিশ্চিত করতে হবে। সংলাপের মাধ্যমে রাজনৈতিক সমস্যার আশু সমাধান করতে হবে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। গতকাল বিকালে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অধ্যক্ষ মাসউদ খানের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক এমকে জামান, শেখ গোলাম আসগর, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক আবদুল হালিম, মাওলানা নোমান মাযহারী, অর্থ ও আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো: মিজানুর রহমান, অধ্যাপক কে এম আলম, অধ্যাপক মো: আবদুল জলিল, মাওলানা নূরুল আলম আল-মামুন, মাওলানা তোফাজ্জল হোসেন, মাওলানা আজিজুল হক প্রমুখ।

সংবাদ দাতা:  Mdhamid Jalal

Check Also

নিউইয়র্ক 04

নিউইয়র্কে ভোটে এই প্রথম নির্বাচিত হলেন হিজাবী মুসলিম মহিলা।স্থানীয় মুসলমানরা খুশিতে আত্মহারা।

রশীদ আহমদ, নিউইয়র্ক থেকে :: মিস ক্যারলিন ওয়াকার নিউইয়র্ক সিটির নতুন জজ নির্বাচিত।তিনি হলেন প্রথম ...