Thursday 29th January 2026
Komashisha familyAdvertisementContact । Time: বিকাল ৪:৫৮
Home / কবিতা-গল্প / মাদারিসে ক্বওমিয়া

মাদারিসে ক্বওমিয়া

দেওবন্দ
ডালিম তলার মাহমুদ’দের সন্তানরা বেঁচে আছে
বেঁচে আছে ইলমে ওহীর বাহক মাদারিসে ক্বওমিয়া।
পরাশক্তি ইস্টইন্ডিয়া কোম্পানি ধ্বংস হয়ে গেছে
ধ্বংস হয়েগেছে তাদের সৌর্য বীর্য প্রতাপ আত্মগরিমা।
যাদের সম্রাজ্য আকাশে কভু সূর্য অস্থ যেতো না
সেই তাদেরই অস্তগামী করেছে মাদারিসে ক্বওমিয়া।
যাদের হুংকারে সন্ত্রস্থ ছিলো বিশ্বের সকল শক্তি
সেই তাদেরই তাড়িয়ে দিয়েছে মাদারিসে ক্বওমিয়া।
আমি ধন্য, আমি গর্বিত, করি শুকরিয়া আল্লাহর
আমি সেই ঐতিহ্যবাহী মাদারিসে ক্বওমিয়ার সন্তান।

Check Also

মুহিব খান

কওমী মাদরাসা।

মুহিব খান :: দেশ ও মানুষের নিরাপদ আশ্রয়। গোটা ভারতবর্ষের স্বাধীনতার দুর্গ। ইলমে নববীর সুরক্ষিত ...