Thursday 29th January 2026
Komashisha familyAdvertisementContact । Time: বিকাল ৪:৫৮
Home / কবিতা-গল্প / এমন যদি হতো

এমন যদি হতো

Lutfur

লুৎফুর রহমান ::

এমন যদি হতো
সব নেতারা বলতো হেসে
যা হয়েছে গত
শপথ করে এদেশ গড়ি
স্বাধীনতার মতো
কারণ সবার মাথার উপর
দায় রয়েছে কতো।

এমন সময় এলে
জোট-মহাজোট
জনসভায় একসাথে সব গেলে
সাবাশ দিতো আমজনতা
সুখের পরশ পেলে।

এমন যদি আসে
দেখবে সকল রাজনেতাকে
সবাই ভালবাসে
যেচে যেচে লোক তখনি
ভীড় জমাতো পাশে।

Check Also

দেওবন্দ

মাদারিসে ক্বওমিয়া

আবু সাঈদ মুহাম্মাদ উমর :: ডালিম তলার মাহমুদ’দের সন্তানরা বেঁচে আছে বেঁচে আছে ইলমে ওহীর ...