Tuesday 3rd December 2024
Komashisha familyAdvertisementContact । Time: রাত ১১:৩০
Home / Human Rights / স্বাধীন বাংলার মহান স্বাধীনতা যেন আজ ভুলুণ্ঠিত।

স্বাধীন বাংলার মহান স্বাধীনতা যেন আজ ভুলুণ্ঠিত।

স্বাধীনতা

রশীদ আহমদ ::

স্বাধীনতা তুমি আজ যেন কেবলই নির্বাক রঙ বাহারি সচিত্র প্রতিবেদন।
স্বাধীনতা তুমি কেবলই নষ্ট রাজনীতির বাণিজ্যিক বিজ্ঞাপন ?
স্বাধীনতা তুমি কি ছেলে, স্বামী আর পিতাহারা স্বজনদের চিরস্থায়ী দুঃখময় ক্রন্দন।
স্বাধীনতা তুমি কি রাতের আঁধারে ক্ষমতা ভাগাভাগির অশ্লীল আলাপন ?
স্বাধীনতা তুমি কি আজ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার নিত্যদিনের জ্বালাতন ?
স্বাধীনতা তুমি কি আজ লাল-সবুজের পতাকার মর্যাদা হানির মূলোৎপাটন ?
নাকি কেবলই সারি সারি বেওয়ারিশ লাশ ঢেকে রাখা চাপ চাপ রক্তের চাদর।

লেখক : কমাশিসা নিউইয়র্ক প্রতিনিধি

Check Also

11377093_768919959891693_8552450127626177621_n

Can anyone become a Muslim?

Yes anyone can. There are two declarations, which are necessary: 1- To bear witness that ...