Wednesday 15th May 2024
Komashisha familyAdvertisementContact । Time: সকাল ৯:৩২
Home / শিক্ষাঙ্গন / কালো গিলাফের স্বপ্ন

কালো গিলাফের স্বপ্ন

Kaba3a

মাওলানা আবু তাহের মেসবাহ দা:বা:
——————————————————–
মানুষ স্বপ্ন দেখতে পারে, মানুষ শুধু হৃদয়ে স্বপ্ন লালন করতে পারে এবং স্বপ্নের তরঙ্গদোলায় দোল খেতে পারে, স্বপ্নকে পূর্ণতা দান করতে পারে না । আল্লাহ যখন ইচ্ছা করেন, আল্লাহ যখন কারো কিসমতের সিতারা রওশন করেন তখনই শুধু পূর্ণ হয় তার দিদারে বাইতুল্লাহ্ এবং যিয়ারাতে মদিনার স্বপ্ন, কখনো জীবনের প্রারম্ভে, কখনো জীবনের সায়াহ্নে । কখনো একবার, কখনো বারবার । আবার কত মুমিন বান্দার সারা জীবনের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায় । প্রেমের দহনে হৃদয় তাদের শুধু দগ্ধ হয়, চোখ থেকে তাদের শুধু অশ্রু ঝরে, ইশকের আগুনে তারা শুধু জ্বলতে থাকে, আর বিরহের বেদনায় প্রতীক্ষার প্রহর গুনতে থাকে, কিন্তু বাইতুল্লাহর ডাক আসে না, মৃত্যুর ডাক এসে যায় । স্বপ্নের বেদনা বুকে নিয়েই তারা মাটির নিচে চলে যায় । এভাবে কেউ লাভ করে স্বপ্নের আনন্দ, কেউ বহন করে স্বপ্নের বেদনা । তাই পৃথিবীর বিভিন্ন ভাষায় আমরা স্বপ্নের প্রাপ্তি ও তৃপ্তির কবিতা যেমন দেখতে পাই তেমনি দেখতে পাই বিরহের বেদনা ও ব্যাকুলতার কবিতা । হাসির কল্লোল ধ্বনি যেমন শুনতে পাই তেমনি শুনতে পাই কান্নার তরঙ্গ-ধ্বনি । একজন বাইতুল্লাহর কাছে এবং সবুজ গম্বুজের পাশে দাঁড়িয়ে হৃদয়ের সবটুকু প্রশান্তি ছড়িয়ে বলে উঠেন – শান্ত হলো মন, ধন্য হলো জীবন, এবার আসে যদি মৃত্যুর আলিঙ্গন, হাসি মুখে দেখো তারে করিবো বরন । দু’দিনের জীবন ছেড়ে পাবো অনন্ত জীবন । আরেকজন দূরে বহু দূরে সেই সাগর-পারে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে আর্তনাদ করে উঠেন – জীবনের দিনগুলো হায় ফুরিয়ে গেলো, ধীরে ধীরে সন্ধ্যার আঁধার নেমে এলো, কবরের ডাক এসে গেলো, এলো না তবু ঘরের ডাক । তবে আমার বিশ্বাস মুমিন বান্দার স্বপ্নের সফলতার আনন্দ এবং স্বপ্নের ব্যর্থতার বেদনা, দুটোই আল্লাহর প্রিয় । তাই কারো স্বপ্ন তিনি পূর্ণ করেন, আর কারো স্বপ্ন আজীবন অপূর্ণই রেখে দেন । ইশক মুহাব্বত এবং প্রেম ভালোবাসা জগৎ বড় রহস্যপূর্ণ । এখানে জীবনের সার্থকতা শুধু স্বপ্ন দেখার গভীরতায়, স্বপ্নের প্রাপ্তি বা অপ্রাপ্তিতে নয় । যে স্বপ্নের আবেদন যত গভীর এবং যে স্বপ্নের মিনতি যত মর্মস্পর্শী সে স্বপ্ন আল্লাহর তত প্রিয়, হোক তা প্রাপ্তির আনন্দে সিক্ত, কিংবা অতৃপ্তির বেদনায় তিক্ত । একজনের বারবার ডাক আসে, বারবার তিনি শামিল হন হজ্বের সফরে, হিজাজের কাফেলায় । বারবার তার কন্ঠে ধ্বনিত হয় ‘লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইকা লা শরীকা লাকা লব্বাইক! আরেকজন সারা জীবন পথের কিনারে দাঁড়িয়ে দেখতে থাকেন হজীদের কাফেলার চলে যাওয়া এবং ফিরে আসা । দিলের পেয়ালা যখন উপচে পড়ে তখন তিনি আসমানের দিকে তাকিয়ে বলে উঠেন ‘এ যন্ত্রণা আর কত হে আল্লাহ ! কবে, কবে আমার ডাক আসবে হে আল্লাহ! কেউ জানে না, এই দুই বান্দার মধ্যে কে আল্লাহর বেশী প্রিয়, ইহরামের সাদা লেবাসের মুসাফির, না পথের পাশে দাঁড়িয়ে থাকা এবং ব্যাকুল নয়নে তাকিয়ে থাকা আল্লাহর মজবুর বান্দা! সুতরাং আমার সালাম ও মুবারাকবাদ তাদের সবার জন্য, যারা সুন্দর করে স্বপ্ন দেখেন, যাদের স্বপ্নের ময়ূর পেখম মেলে তাদের জন্য এবং যাদের স্বপ্ন শুধু ডাহুকের ডাক ডেকে যায় তাদেরও জন্য । কারণ উভয়ের স্বপ্ন দেখা সার্থক, যদি আল্লাহ কবুল করেন ।
=== ‘বাইতুল্লাহর মুসাফির, পৃষ্ঠা ১১-১২,

Langra Enam -এর ফেসবুক ওয়াল থেকে

মাওলানা আবু তাহের মেসবাহ দা:বা: -------------------------------------------------------- মানুষ স্বপ্ন দেখতে পারে, মানুষ শুধু হৃদয়ে স্বপ্ন লালন করতে পারে এবং স্বপ্নের তরঙ্গদোলায় দোল খেতে পারে, স্বপ্নকে পূর্ণতা দান করতে পারে না । আল্লাহ যখন ইচ্ছা করেন, আল্লাহ যখন কারো কিসমতের সিতারা রওশন করেন তখনই শুধু পূর্ণ হয় তার দিদারে বাইতুল্লাহ্ এবং যিয়ারাতে…

User Rating: Be the first one !

Check Also

madrasa student -1

কমাশিসার ২১ দফা (৫নং দফা)

মানসিক ও শারীরিক টর্চারমুক্ত সৌহার্দপূর্ণ পাঠদান ব্যবস্থার পাশাপাশি শিক্ষার্থীদের ইসলামী তাহযিব-তামাদ্দুনে  আগ্রহী করে গড়ে তুলুন। ...