Wednesday 1st May 2024
Komashisha familyAdvertisementContact । Time: রাত ২:৪১
Home / কুরআন / কুরআন হিফয করার সবচে’ সহজ পদ্ধতি (২)

কুরআন হিফয করার সবচে’ সহজ পদ্ধতি (২)

 সাঈদ হোসাইন

(পূর্বে প্রকাশিতের পর)

11908439_912737108808846_451366415401181580_nপরবর্তী দিন নতুন পৃষ্ঠা হিফয করার পদ্ধতি: পরবর্তী দিন আপনি যদি অন্য একটি পৃষ্ঠা হিফয করার ইচ্ছা করেন, তাহলে উল্লিখিত পদ্ধতিতে নতুন পৃষ্ঠা হিফয করার আগে পূর্ববর্তী পৃষ্ঠাটি শুরু থেকে শেষ পর্যন্ত ২০ বার মুখস্থ পুনরাবৃত্তি করুন। যাতে পূর্ববর্তী পৃষ্ঠাটির হিফয পাকাপোক্ত হয়। তারপর নতুন পৃষ্ঠাটি উল্লিখিত পদ্ধতিতে হিফয করুন। * হিফয ও পুনরাবৃত্তির মাঝে সমন্বয়ের পদ্ধতি: পুনরাবৃত্তি ছাড়া হিফয পরিপক্ব হয় না। যিনি পুনরাবৃত্তি ছাড়া পুরো কুরআন হিফয করেছেন, তিনি যদি তার হিফযকৃত পৃষ্ঠাগুলোর দিকে ফিরে তাকান তাহলে দেখতে পাবেন, তিনি যা হিফয করেছেন তা ভুলে গেছেন। নিম্নে হিফয ও পুনরাবৃত্তির মাঝে সমন্বয়ের কিছু পদ্ধতি উল্লেখ করা হল। এই পদ্ধতিগুলো অনুসরণ করুন- ১- প্রত্যেক দশ পারাকে এক ভাগ করে পুরো কুরআনকে তিন ভাগ করুন। প্রথম ভাগ সুরা নাস থেকে সুরা আনকাবুত পর্যন্ত। দ্বিতীয় ভাগ সুরা কাসাস থেকে সুরা ইউনুস পর্যন্ত। তৃতীয় ভাগ সুরা তাওবা থেকে সুরা বাকারা পর্যন্ত। ২- আপনি যদি দিনে এক পৃষ্ঠা বা দুই পৃষ্ঠা হিফয করেন, তাহলে দশ পারা মুখস্থ করা পর্যন্ত প্রতিদিন চার পৃষ্ঠা পুনরাবৃত্তি করুন। যখন সুরা নাস থেকে সুরা আনকাবুত পর্যন্ত এই প্রথম ভাগ মুখস্থ করা শেষ হবে, তখন সেগুলো পুনরাবৃত্তির জন্য পূর্ণ এক মাস রাখুন। এ সময় প্রতিদিন আট পৃষ্ঠা করে মুখস্থ পুনরাবৃত্তি করবেন। ৩- এক মাস পুনরাবৃত্তির পর সামর্থ্য অনুযায়ী এক বা দুই পৃষ্ঠা করে বাকিগুলোর হিফয চালিয়ে যান। পাশাপাশি সুরা নাস থেকে সুরা আনকাবুত পর্যন্ত এই প্রথম ভাগ থেকে দৈনিক আট পৃষ্ঠা করে মুখস্থ পুনরাবৃত্তি করুন। সুরা কাসাস থেকে সুরা ইউনুস এই দ্বিতীয় ভাগ মুখস্থ করা শেষ হওয়া পর্যন্ত এই ধারা অব্যাহত রাখুন। ৪- যখন দ্বিতীয় ভাগ পুরো মুখস্থ করা শেষ করবেন, তখন সুরা নাস থেকে সুরা ইউনুস পর্যন্ত এই বিষ পারা পুনরাবৃত্তির জন্যে দুই মাস রাখুন। এ সময় প্রতিদিন আট পৃষ্ঠা করে মুখস্থ পুনরাবৃত্তি করুন।

Quran৫- দুই মাস পুনরাবৃত্তিতে অতিবাহিত হলে সুরা তাওবা থেকে সুরা বাকারা পর্যন্ত এই তৃতীয় ভাগ হিফয করা শুরু করুন। সামর্থ্য অনুযায়ী এক বা দুই পৃষ্ঠা করে প্রতিদিন হিফয করুন। পাশাপাশি সুরা নাস থেকে সুরা ইউনুস পর্যন্ত এই অংশ থেকে আট পৃষ্ঠা করে মুখস্থ পুনরাবৃত্তি করুন। এই ধারা পুরো কুরআন হিফয শেষ করা পর্যন্ত অব্যাহত রাখুন। ৬- পুরো কুরআন হিফয করা শেষ করলে, সুরা নাস থেকে সুরা আনকাবুত পর্যন্ত এই প্রথম ভাগ এক মাসে প্রতিদিন আধা পারা করে মুখস্থ পুনরাবৃত্তি করুন। ৭- তারপর সুরা কাসাস থেকে সুরা ইউনুস এই দ্বিতীয় ভাগ এক মাসে প্রতিদিন আধা পারা করে মুখস্থ পুনরাবৃত্তি করুন। এর পাশাপাশি সুরা নাস থেকে সুরা আনকাবুত পর্যন্ত এই প্রথম ভাগ থেকে দৈনিক আট পৃষ্ঠা করে মুখস্থ পুনরাবৃত্তি করুন। ৮- এবার সুরা তাওবা থেকে সুরা বাকারা পর্যন্ত এই তৃতীয় ভাগ এক মাসে প্রতিদিন আধা পারা করে মুখস্থ পুনরাবৃত্তি করুন। পাশাপাশি সুরা নাস থেকে সুরা ইউনুস পর্যন্ত এই অংশ থেকে দৈনিক এক পারা করে মুখস্থ পুনরাবৃত্তি করুন। -অনুদিত (চলবে…)

Check Also

আসজাদ মাসউদ

ইফার‬ জাতীয় প্রতিযোগিতায় এবার ১ম হলো সিলেটের হাফিজ আসজাদ মাসউদ।

বিভিন্ন মহল থেকে অভিনন্দন বার্তা। শাহীদ হাতিমী :: ‪ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত দেশব্যাপি হিফজুল ...