দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ৮ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার চিলি উপকূলে ভূমিকম্পটি আঘাত হানার পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এ ঘটনার পর এখন পর্যন্ত একজন নিহত ও ১৫ জন আহতের খবর পাওয়া গেছে। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৪ মিনিটে ইল্যাপেল শহর থেকে ৫৫ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। এর উৎপত্তিস্থল রাজধানী সান্তিয়াগো থেকে ১৪৪ মাইল উত্তর-পশ্চিম উপকূলে। ভূমিকম্পটি আঘাত হানার পর আরো কয়েকটি আফটার শকও আঘাত হেনেছে।
চিলির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পের প্রভাবে উপকূলীয় এলাকা কোকিউমবোতে ৪ দশমিক ৫ মিটার উচ্চতা সমুদ্রের ঢেউ প্রবাহিত হয়েছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। ইল্যাপেল শহরের মেয়র জানিয়েছেন, ভূমিকম্পে দেয়াল ধসে ২৬ বছরের এক তরুণী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ১৫ জন। এছাড়া শহরের বাসিন্দারা বিধ্বস্ত বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে এসেছে। সেখানেই তারা রাত কাটিয়েছে। এদিকে প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র ব্যাপক সুনামি ঢেউ দেখা দিতে পারে বলে সতর্ক করেছে। চিলির সঙ্গে সঙ্গে প্রতিবেশি পেরু ও ফ্রেঞ্চ পলিনেশিয়াও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে ২০১০ সালে চিলিতে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে পাঁচ শতাধিক লোক নিহত হয়েছিল।
Check Also
Can anyone become a Muslim?
Yes anyone can. There are two declarations, which are necessary: 1- To bear witness that ...