Thursday 16th May 2024
Komashisha familyAdvertisementContact । Time: দুপুর ১২:১১
Home / খোলা জানালা / আমি বিরোধের কোনও যুক্তি সংগত কারণ খুজে পাচ্ছিনা ?

আমি বিরোধের কোনও যুক্তি সংগত কারণ খুজে পাচ্ছিনা ?

সাইমুম সাদী, মালেশিয়া থেকে-

11822818_10207465162371512_7806328515019659156_nজমিয়ত, খেলাফত, ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোট, নেজামে ইসলাম এইসব দলগুলোর মধ্যে বিরোধিতার মৌলিক কিংবা ঐতিহাসিক কোনও ধারা বা কারণ কি বিদ্যমান রয়েছে? এই প্রশ্ন এই পর্যন্ত যাদেরকেই জিজ্ঞেস করেছি কেউই সঠিক কোন উত্তর দিতে পারেননি। আসলে তো মৌলিক কোন বিরোধ নেই।

প্রয়োজন ছিল বর্তমান প্রেক্ষাপটে একসাথে বসে, একটি সুদুরপ্রসারী পরিকল্পনা নিয়ে, সমন্বিত ভাবে কিছু কাজ করা। শিক্ষা ব্যাবস্থায়, প্রশাসনে, সাংস্কৃতিক অংগনে, মিডিয়ায় নিজেদের কর্মীদের সেট করা। কিন্তু এসব চিন্তা করার কথা যাদের তারা কি চিন্তা করছেন? কওমী চেতনা কওমী চেতনা বলে সারাক্ষণ জিকির করার মধ্যে কোনও লাভ নেই যদিনা ঐসব স্থানে আপনার লোকদেরকে আপনি বসাতে না পারেন। এইসব দলগুলোর মধ্যে বিরোধটা যে কোথায় কেউ কি বলতে পারবেন? আমি বিরোধের কোনও যুক্তি সংগত কারণ খুজে পাচ্ছিনা।1926838_736088546427924_6294582145598479143_n

Check Also

atheist

নাস্তিকতার মূলে রয়েছে ইসলাম বিদ্বেষ। (শেষ পর্ব)

মাসুম আহমদ ::  ১ম পর্বের পর : ইসলাম শব্দ থেকেই স্পষ্ট হয় ইসলামের প্রকৃত স্বরূপ ...