Friday 3rd May 2024
Komashisha familyAdvertisementContact । Time: সকাল ৮:১০
Home / রাজনীতি / একবিংশ শতাব্দির সকল চ্যালেঞ্জ মোকাবিলা করার যোগ্য কর্মী হিসেবে গড়ে উঠতে হবে- মুহাম্মদ এহসানুল হক

একবিংশ শতাব্দির সকল চ্যালেঞ্জ মোকাবিলা করার যোগ্য কর্মী হিসেবে গড়ে উঠতে হবে- মুহাম্মদ এহসানুল হক

রাজনগরের বছিরমহল জামিউল উলুম মাদরাসায় ছাত্র মজলিসের কমিটি গঠন:

ফয়সল আহমদ সভাপতি, আকমল হোসাইন সেক্রেটারি

মজলিস 01ছাত্র মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ এহসানুল হক বলেন, ছাত্র মজলিস কর্মীদের কুরআন ও হাদিসের আলোকে জ্ঞান অর্জনের পাশাপাশি সমসাময়িক সকল বিষয়ে জ্ঞান অর্জন করে দতা বৃদ্ধির মাধ্যমে একবিংশ শতাব্দির সকল চ্য্যালেঞ্জ মোকাবিলা করার যোগ্য র্কমী হিসেবে গড়ে উঠতে হবে। ছাত্র মজলিস বছিরমহল জামিউল উলুম মাদরাসার বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
রাজনগরের জামিউল উলুম বছির মহল মাদরাসায় ছাত্র মজলিসের কমিটি গঠন উপলে মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে বছিরমহল স্থানীয় মিলনায়তনে এক কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা গঠন কার্যক্রম পরিচালনা করেন, মৌলভীবাজার জেলা ছাত্র মজলিস সভাপতি মুহাম্মদ এহসানুল হক।
সমাবেশে ২০১৫-২০১৬ সেশনের জন্য জামিউল উলুম বছিরমহল মাদরাসার সভাপতি ফয়সল আহমদ, সেক্রেটারি আকমল হোসাইন, বায়তুলমাল সম্পাদক আফজল হোসাইন, প্রচার সম্পাদক ফুয়াদ আহমদ, সাহিত্য-সাংস্কৃতি সম্পাদক আখতার হোসাইন, অফিস সম্পাদক আহমদ আলী, প্রশিক্ষণ সম্পাদক নাজমুল হোসাইন, পাঠাগার সম্পাদক ইসমাইল হোসাইন, ছাত্রকল্যাণ সম্পাদক মুফাজ্জল হোসাইন মনোনীত হয়েছেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ এহসানুল হক।
মজলিসমাদরাসা সভাপতি ফয়সল আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি আকমল হোসাইনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সেক্রেটারি মুহাম্মদ ফরহাদ সাইফুল্লাহ, রাজনগর উপজেলা সভাপতি মাহফুজুল হক তালুকদার। সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজনগর উপজেলা সেক্রেটারি আহসান উদ্দিন গিলমান, উপজেলা বায়তুলমাল সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

Check Also

সিলেট আলিয়া

সিলেট আলীয়ার প্রাক্তন ছাত্র পরিষদের সভা : সরকারের বৈষম্যনীতির কারণে মাদ্রাসার অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন

মাহবুব তালুকদার, লন্ডন থেকে : গত ২৭ অক্টোবর সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ উইকে ...