Thursday 29th January 2026
Komashisha familyAdvertisementContact । Time: বিকাল ৪:৪৮
Home / সংগঠন / বিশিষ্ট আলেমে দ্বীন, মাওলানা আব্দুস সামাদ সাহেব সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত

বিশিষ্ট আলেমে দ্বীন, মাওলানা আব্দুস সামাদ সাহেব সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত

সড়ক দুর্ঘটনাইলিয়াস মশহুদ :: বাংলাদেশ খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলার নির্বাহী সভাপতি, জামিয়া ইসলামিয়া এশায়াতুল উলূম দারুল হাদীস ফতেহপুর মাদরাসার মুহামিম, বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব হযরত মাওলানা আব্দুস সামাদ সাহেব সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে বৃহত্তর লেঙ্গুড়া দূর্নীতি বিরোধী সংগ্রাম পরিষদের এক জরুরি সভা শেষে সিএনজি অটোরিক্সা যোগে কর্মস্থল মাদরাসায় ফেরার পথে স্থানীয় মানিকগঞ্জবাজারে তিনি দূর্ঘটনার শিকার হন। সেখান থেকে দ্রুত তাঁকে সিলেট ইবনে সিনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। হাঁটুর লিগামেন্ট ছিড়ে যাওয়ায় রাতেই তার হাটু অস্ত্রোপাচার করা হয়।
বর্তমানে তিনি ইবনে সিনা মেডিকেলের ৬ষ্ট তলায় চিকিৎসাধীন আছেন। 

Check Also

সিলেট আলিয়া

সিলেট আলীয়ার প্রাক্তন ছাত্র পরিষদের সভা : সরকারের বৈষম্যনীতির কারণে মাদ্রাসার অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন

মাহবুব তালুকদার, লন্ডন থেকে : গত ২৭ অক্টোবর সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ উইকে ...