ছাত্র মজলিস জনশক্তিদের সৎ, দক্ষ, মেধাবী ও চরিত্রবান হিসেবে গড়ে তুলতে দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে-মুহাম্মদ এহসানুল হক
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতিমুহাম্মদ এহসানুল হক বলেন, সন্ত্রাসমুক্ত সংগঠন ইসলামী ছাত্র মজলিস এদেশের পথহারা ছাত্রদের আলোর দিশারী। স্কুল-কলেজ, ভার্সিটি, কওমী ও আলিয়ামাদরাসাসহ সর্বস্তরের শিক্ষার্থীরাছাত্র মজলিসকে মেধা বিকাশ, চরিত্রগঠন ও নেতৃত্বের জন্য গাইডলাইন হিসেবে গ্রহণ করেছে। সংগঠনের কাজকে আরও সম্প্রসারণ ও মজবুতি অর্জন করে ছাত্র মজলিসের জনশক্তিদেরকে সৎ, দক্ষ, মেধাবী ওচরিত্রবান হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ছাত্র মজলিস রাজনগর উপজেলা শাখা পূনর্গঠন উপলক্ষে অনুষ্ঠিত বার্ষিক সহযোগী সদস্য সমাবেশে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস রাজনগর উপজেলা শাখা পুনর্গঠন উপলক্ষে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টায়, আই.সি.এম রাজনগর উপজেলা কার্যালয়ে বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে হযোগী সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০১৫-২০১৬ সেশনের জন্য রাজনগর উপজেলা সভাপতি নির্বাচিত হন মাহফুজুল হক তালুকদার, সেক্রেটারি মনোনীত হন আহসান উদ্দিন গিলমান। নবনির্বাচিত সভাপতিকে শপথ পাঠ করান, ছাত্র মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ এহসানুল হক। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য পেশকরেন, মৌলভীবাজার জেলা ছাত্র মজলিস সভাপতি মুহাম্মদ এহসানুল হক। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাত্র মজলিস মৌলভীবাজার শহর সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম, মৌলভীবাজার জেলা সেক্রেটারি ফরহাদ সাইফুল্লাহ,খেলাফত মজলিসের রাজনগর উপজেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম,ছাত্র মজলিসের সাবেক রাজনগর উপজেলা সভাপতি মাওলানা কাওছার আহমদ তালুকদার প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত খেলাফত মজলিস রাজনগর উপজেলা নির্বাহী সম্পাদক মাওলানা এবাদুল হক তালুকদার, রাজনগর উপজেলা বায়তুলমাল সম্পাদক মিজানুর রহমান, সৈয়দ কয়েছ আলী প্রমুখ। বিজ্ঞপ্তি
Check Also
সিলেট আলীয়ার প্রাক্তন ছাত্র পরিষদের সভা : সরকারের বৈষম্যনীতির কারণে মাদ্রাসার অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন
মাহবুব তালুকদার, লন্ডন থেকে : গত ২৭ অক্টোবর সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ উইকে ...