—প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান
কমাশিসা ডেস্ক :: গতকাল ২২ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট বিভাগীয় দায়িত্বশীল প্রশিক্ষণ মজলিসে প্রধান অতিথির বক্তব্যে দলের আমীর প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান বলেছেন, দুর্নীতি আর সন্ত্রাসে চেয়ে গেছে সারা দেশ। মানুষের জান মালের নিরাপত্তা নেই। প্রতিনিয়ত হত্যা,খুন গুম বেড়েই চলছে। অর্ধহারে অনাহারে মানুষ মারা যাচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম আকাশচুম্বী। মানুষের সকল অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে খেলাফত ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা করতে হবে। বর্তমান দুর্নীতিবাজ ও সন্ত্রাসের আশ্রয় পশ্রয়কারী রাজনৈতিক নেতাদের দিয়ে মানুষের কল্যানের কথা আশা করা যায় না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যারা ই ক্ষমতায় এসেছে তারা যা করেছে তা নিজের এবং দলের জন্য করেছে। তিনি মজলিসের দায়িত্বশীলদের জাহিলিয়াত সমাজ ব্যবস্থার পরিবর্তে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য নিজেদেরকে যোগ্য দায়িত্বশীল হিসেবে গড়ে উঠার এবং প্রতিটি মানুষের কাছে খেলাফতের দাওয়াত পৌছিয়ে দেয়ার উদাত্ত আহবান জানিয়ে বলেন আমাদের সকল চাওয়া পাওয়া হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলেই সফলতা অর্জন করা যাবে।
সকাল ১০ টা থেকে দিনব্যাপী বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট বিভাগীয় প্রশিক্ষণ মজলিস সোলাইমান হল মিলনায়তনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা বদিউজ্জামানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জি এম মেহেরুল্লাহ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম জালালী, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, যুগ্নমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, সিলেট মহানগর সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মুফতী শফীকুর রহমান।