Tuesday 3rd December 2024
Komashisha familyAdvertisementContact । Time: রাত ১১:২৪
Home / ঘর-সংসার / ইসলামের দৃষ্টিতে স্বামী-স্ত্রী ধারাবাহিক আলোচনা-শাইখ বাহাউল ইসলাম

ইসলামের দৃষ্টিতে স্বামী-স্ত্রী ধারাবাহিক আলোচনা-শাইখ বাহাউল ইসলাম

ইসলামের দৃষ্টিতে স্বামী-স্ত্রীর হক (৫)পর্ব
স্ত্রীরপ্রতি স্বামীর কর্তব্য,
—————————-//———————-
সুখকর দাম্পত্য জীবন, সুশৃঙ্খল পরিবার, ও স্বামী-স্ত্রীর বন্ধন অটুট রাখার স্বার্থে ইসলাম জীবন সঙ্গী স্বামীর উপর কতিপয় অধিকার আরোপ করেছে। গুরুত্বপূর্ণ কয়েকটি এখানে প্রদত্ত হল।
১. দেন মোহর : নারীর দেন মোহর পরিশোধ করা ফরজ। এ হক তার নিজের, পিতা-মাতা কিংবা অন্য কারো নয়। আল্লাহ তাআলা বলেনঃ ‘তোমরা প্রফুল্ল চিত্তে স্ত্রীদের মোহরানা দিয়ে দাও।(সুরা নিসা : ৪) আমরা কিন্তু অনেকে অধিক মহর নির্ধারণ করে তা আদায় করিনা। বা নির্লজ্জের মত ক্ষমা চেয়ে নিয়ে প্রথমেই বিবির হক নস্ট করেদেই।অথচ নিজের হক পরিপুর্ন পেতে চাই।আমার বিবেকে একটুও বাঁধে না।
২. ভরন পোষণ : সামর্থ্য ও প্রচলিত প্রথা অনুযায়ী স্ত্রীর ভরন-পোষণ করা স্বামীর কর্তব্য। স্বামীর সাধ্য ও স্ত্রীর মর্তবার ভিত্তিতে এ ভরন-পোষণ কম বেশি হতে পারে।অনুরূপ ভাবে সময় ও স্থান ভেদে এর মাঝে তারতম্য হতে পারে।আল্লাহ তাআলা বলেনঃ “বিত্তশালী স্বীয় বিত্তানুযায়ী ব্যয় করবে। আর যে সীমিত সম্পদের মালিক সে আল্লাহ প্রদত্ত সীমিত সম্পদ হতেই ব্যয় করবে। আল্লাহ যাকে যে পরিমাণ দিয়েছেন, তারচেয়ে’ বেশি ব্যয় করার আদেশ কাউকে প্রদান করেন না।” (সুরা তালাক : ৭) …..চলবে

Check Also

খোলা চিঠি

বাবার কাছে বিবাহযোগ্য কন্যার অবাক করা খোলা চিঠি!

প্রিয় বাবা, কেমন আছো? আশা করি ভাল আছো। তুমি ভালো করে জানো তোমার মেয়ে নাবালিকা ...