মুখে তোমার মধুর কথন
অন্তরে গরল বিষ
গিরগিটির ন্যায় ক্ষণে ক্ষণে রূপ পাল্টাও!
তোমার শয়তানী চক্রান্তের কাছে ইবলিসও হার মানে!
ধোকা দিয়ে অন্যকে বোকা বানিয়ে নিজেকে তুমি চালাক ভাব!
অন্যের সুখের বাসরে, শান্তির নীড়ে, চুপি চুপি আঘাত হেনে তুমি স্বপ্ন ভঙ্গের নিষ্টুর খেলায় মেতে উঠ!
সেবার আড়ালে তুমি স্বার্থের ফিকির করে রাতারাতি সুখের স্বর্গ গড়তে চাও!
পারবে না দোস্ত! তুমি পারবে না!
হার-জিতের খেলায় চূড়ান্ত ম্যাচে তুমি হেরে যাবে নিশ্চিত।
এখনও ফুরিয়ে যায়নি সময়; ফিরে এসে সরল পথে
ফিরে এসো কুরআনের পথে…