Friday 5th December 2025
Komashisha familyAdvertisementContact । Time: দুপুর ১:৩৫
Home / রাজনীতি / ইসলামী ছাত্র মজলিস বিশ্বনাথ থানা শাখা পূর্নগঠন

ইসলামী ছাত্র মজলিস বিশ্বনাথ থানা শাখা পূর্নগঠন

FB_IMG_1445153679440বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বিশ্বনাথ থানা শাখার উদ্দোগে গত শুক্রবার বাদ আছর
বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার সাধারন সম্পাদক আল মাহমুদ আতিক । আর উপস্থিত ছিলেন জেলার অফিস সম্পাদক নূর উদ্দিন,
বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ থানা শাখা দায়িত্বশীল:মাওঃ আব্দুল কাদির ।
উক্ত  সম্মেলনে সবার সম্মতিক্রমে ২০১৫-১৬ সেশনের জন্য সভাপতি নিযুক্ত হন,আব্দুল্লাহ আল মামুন,সাধারন সম্পাদক হাবীবুর রহমান মান্না,প্রশিক্ষণ সম্পাদক ওমর ফারুক,বায়তুলমাল সম্পাদক আব্দুর রাজ্জাক,অফিস সম্পাদক মুহিবুর রহমান  ।

Check Also

সিলেট আলিয়া

সিলেট আলীয়ার প্রাক্তন ছাত্র পরিষদের সভা : সরকারের বৈষম্যনীতির কারণে মাদ্রাসার অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন

মাহবুব তালুকদার, লন্ডন থেকে : গত ২৭ অক্টোবর সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ উইকে ...