সিলেট রিপোর্ট: কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সিলেট বিভাগীয় ছাত্র জমিয়তের মতবিনিময় সভা গত ৫ সেপ্টেম্বর শুক্রবার বিকালে নগরীর বন্দরবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা সৈয়দ সালিম কাসেমীর সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা সাইফুর রহমানের উপস্থাপনায় মতবিনয়ম সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব গোলাম মহিউদ্দীন ইকরাম, জমিয়তের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী রেজাউল করীম, সহ-প্রচার সম্পাদক মুফতী নাসির উদ্দিন খান, যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জিয়াউল হক কাসেমী, ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজরুল ইসলাম, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, জেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, হবিগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা তাহফিমুল হক, মহানগর যুব জমিয়তের সভাপতি আলহাজ্ব জুবায়ের আল মাহমুদ, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা হাসান আহমদ, ছাত্র জমিয়তের জেলা প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান, হবিগঞ্জ জেলা সদস্য সচিব এখলাছুর রহমান, মৌলভীবাজার জেলা প্রতিনিধি তৈয়্যিবুর রহমান, জেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি মুহাম্মদ লুৎফুর রহমান, জেলা যুব জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহাবগী, মহানগর সাধারণ সম্পাদক এম. বেলাল আহমদ চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি মাসউদ আজহার, সহ-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাহার, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফয়েজ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক ফুজায়েল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক ফরহাদ আহমদ, সিলেট মহানগর ছাত্র জমিয়তের সহ-সভাপতি শিব্বির আহমদ রাজি, সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাবেক ছাত্রনেতা তোফায়েল আহমদ উসমানী প্রমুখ।
মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, জমিয়তের সোনালী অতীত নতুন প্রজন্মের কাছে তুলে ধরে ছাত্র জমিয়তকে তার লক্ষ্য পানে এগিয়ে নিতে কর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। প্রতিটি ছাত্র জমিয়ত কর্মীকে ব্যক্তিগঠনের শ্লোগানকে সামনে রেখে সংগঠনকে এগিয়ে নিতে হবে।
Check Also
তুর্কীতে আল্লামা সায়্যিদ আরশাদ মাদানী দাঃবাঃ আরবী বয়ান…
সংগ্রহে: মাওলানা ক্বামার উদ্দীন, আল্লামা ক্বাসিম নানুথভী রহঃ কনফারেন্স তুর্কীতে আল্লামা সায়্যিদ আরশাদ মাদানী দাঃবাঃ ...