মজার এবং ঈমানজাগানীয়া একটা ঘটনা বলি, আশা করি ভালো লাগবে। এমন মানুষগুলোর জন্য প্রচুর রিসপেক্ট আসে !
‘
ফ্রান্সে যখন মুসলিম মেয়েদের বোরকা পড়ার উপড় নিষেধাজ্ঞা অতঃপর যেদিন বোরকা পড়ার উপড় জরিমানা আরোপের বিধান করা হলো ঠিক তার পরের দিনই ফ্রান্সের আভিগনন শহর থেকে প্যারিসগামী ট্রেনে কানিজা দিদার নামের একটা মেয়ে ফরাসী আইনকে চ্যালেঞ্জ করে বোরকা পড়ে ট্রেনে উঠছিলো এবং তাকে মুখ খুলতে বলা হলে সে মুখ খুলতে রাজী হয়নি এবং নির্ধারিত ১৫০ ইউরো বা ২১৬ ডলার জরিমানা দিয়ে বোরকা পড়েই সাংবাদিক সম্মেলন করেছিলো! এবং জরিমানা দিয়েও হলেও সে বোরকা পড়ে চলার এবং ঐ ভুল আইনের প্রতিবাদে সোচ্চার থাকার প্রত্যায় ব্যাক্ত করেছিলো।
‘
মজার ঘটনা ঘটেছিলো মুলত এর পরে!
তার এই কাজের পর ফ্রান্স মিডিয়ায় এটা নিয়ে বেশ হইচই হয়েছিলো। যা দেখে নজিব সুহাইল নামের এক ফরাসী মুসলিম ব্যাবসায়ী ঘোষণা দিয়েছিলো যে,
ফ্রান্সে বোরকা পড়ার কারনে যত মেয়েকে জরিমানা গুনতে হবে সব টাকা তিনি দিবেন ! শুধু তাই নয়, এই অর্থ জোগান দিতে সে তার ২০ লাখ ইউরো মূল্যের সম্পত্তি নিলামে তুলেছিলো! এবং টাকা সংগ্রহে রেখে ঘোষণা দিয়েছিলো এই আইনের কারনে কোন মুসলমান মেয়ে যেন বোরকা পড়া পরিহার না করে।
‘
আসলে এটাকেই বলা হয় ইমানের জোর … আমাদের মত গরু খাওয়া মুসলমানদের ইমান তাদের এই ইমানের কাছে কিছুই না।
Check Also
Can anyone become a Muslim?
Yes anyone can. There are two declarations, which are necessary: 1- To bear witness that ...