Friday 5th December 2025
Komashisha familyAdvertisementContact । Time: দুপুর ১:৩৪
Home / রাজনীতি / ছাত্র মজলিস শাবিপ্রবি শাখা পুনর্গঠন

ছাত্র মজলিস শাবিপ্রবি শাখা পুনর্গঠন

komashisha-Majlish
আজ ১০ অক্টোবর, শনিবার, ১৫ই, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা পুনর্গঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ২০১৫-১৬ সেশনের জন্য সভাপতি হিসাবে মনোনীত হন ইউসুফ আলী, সেক্রেটারি খসরুল আলম।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সেক্রেটারি জেনারেল সাইফুর রহমান খোকন।

নবনির্বাচিত সভাপতিকে শপৎ পাঠ করাচ্ছেন প্রধান অতিথি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি মুহাম্মদ ইসহাক, সিলেট পূর্ব জেলা সভাপতি খায়রুল ইসলাম, শাবিপ্রবি শাখার সাবেক দুই সভাপতি প্রভাষক আব্দুর রব ও সিরাজুল ইসলাম। বিজ্ঞপ্তি

Check Also

সিলেট আলিয়া

সিলেট আলীয়ার প্রাক্তন ছাত্র পরিষদের সভা : সরকারের বৈষম্যনীতির কারণে মাদ্রাসার অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন

মাহবুব তালুকদার, লন্ডন থেকে : গত ২৭ অক্টোবর সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ উইকে ...