পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালনের সময় সৌদি আরবের মিনায় কঙ্কর নিক্ষেপের সময় পদদলিত হয়ে নিহত হাজির সংখ্যা বেড়ে ১ হাজার ২৬৪ জনে পৌঁছেছে। এই দুর্ঘটনায় বাংলাদেশি হাজির সংখ্যা ৬৩ জনে দাঁড়িয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর প্রেসিডেন্ট ইব্রাহিম বাহার।
বৃহস্পতিবার বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেসের (এপি) উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন’র অনলাইনে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এখনো কয়েকজন বাংলাদেশি হাজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এপি ১৭টি দেশের সরকারি সংস্থা এবং রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে প্রচারিত তথ্য তুলে ধরে নিহতের সংখ্যা নির্ধারণ করেছে। তবে সৌদি আরবের কর্তৃপক্ষ বলছে, গত ২৪ সেপ্টেম্বর মিনায় দুর্ঘটনায় তাদের হিসেবে নিহতের সংখ্যা ৭৬৯ এবং আহতের সংখ্যা ৯৩৪ জন।
ইরান’র মতে, নিহতের সংখ্যা ৪ হাজার ৭শ’ এর বেশি। যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেশটি দেখাতে পারেনি। ইন্দোনেশিয়া, ভারত এবং পাকিস্তানের কূটনীতিকরা জানিয়েছে, সৌদ সরকার তাদের নিহত ১ হাজার ১শ’ হাজির ছবি দিয়েছে। তবে এর জবাবে সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, দেখানো ছবির মধ্যে হজে অন্যান্য দুর্ঘটনায় নিহতদের ছবিও রয়েছে।
এ বছর হজে ১৮০টি দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা গেছেন। ইরান জানিয়েছে, তাদের নিহত হাজির সংখ্যা ৪৬৫ জন। পাকিস্তানের ৮৯, ভারতের ৮১, মালির ৭০, নাইজেরিয়ার ৬৪, ক্যামেরনের ৪২, ইথিওপিয়ার ৩১, মরক্কোর ২৭, আলজেরিয়া ২৫, ঘানার ১২, চাদের ১১, কেনিয়ার ৮, সেনেগালের ৫ এবং তুরস্কের ৩ জন হাজি নিহত হয়েছেন।
সূত্র : অনলাইন পত্রিকা