কবিতার প্রতি আমার সহজাত টান। শয়নে স্বপনে জাগরনে কবিতা আর কবিতা। শব্দের পিছে ছুটো ছুটি। উপমা আর ছন্দে ছিলাম টালমাটাল। প্রসব বেদনার মতো কবিতা জন্মনিত। বেরোল “বিনাশী সভ্যতা”। লন্ডন এসে আবিষ্কার করলাম নিজেকে ইমাম ও খতীব হিসাবে। কবিতা বিদায় হতে চললো। তার সাথে গেল চলে ভাষার সৌন্দর্য্য। কিন্তু মনের ভিতর লুকিয়ে থাকা কবি ও কবিতার প্রতি ভালবাসা আজও অনুভব করি।
Check Also
জালাল উদ্দীন রুমীর কবিতা : আনন্দিতের গান
ভাষান্তর : মুসা আল হাফিজ ধরার ভূমি কেবল চুমি যান রাজা যাতে অজর সব মনোহর ...