Thursday 21st November 2024
Komashisha familyAdvertisementContact । Time: রাত ২:০৪
Home / খোলা জানালা / শিয়াদের আক্বীদা

শিয়াদের আক্বীদা

এম এ হাসান,

khumeniশিয়ারা যে কাফির তাতে কোন সন্দেহ নাই। একটু কষ্ট করে পড়ার অনুরোধ।
শিয়াদের এ যুগের সবচেয়ে বড় নেতা খামেনির লিখিত কিতাব  কশফুল আসরার (كشف الأسرار )
এর 107 নাম্বার পৃষ্ঠায় তিনি লিখেছেনঃ
আমি ঐ খোদা কে মানি না ,  যেই খোদা ওসমান  ( রাযিয়াল্লাহু আনহুর) মত বদমাশ কে খলিফা বানিয়েছেন ,
نعوذ بالله من ذالك । এই কিতাবের 115 পৃষ্ঠায় লিখেন আবু বকর ( রাযিয়াল্লাহু আনহুর )চেয়ে কোরানের বড় দুশমন আর কেউ নেই ,  نعوذ بالله من ذالك . । এই কিতাবের 119 পৃষ্ঠায় লিখেন ওমর (রাযিয়াল্লাহু আনহু) আসলি জিন্দিক এবং কাফের ,  نعوذ بالله من ذالك । এরপর ও কি আমি এই মানুষটাকে ইসলামী বিপ্লবের আদর্শ পুরুষ ভাবতে পারি?
ইরানের কট্টরপন্থী শিয়াদের বর্তমান সরকারকে ইসলামী প্রজাতন্ত্রের রুল মডেল ভাবতে পারি?
আমার দৃষ্টিতে এমন জঘন্য পাপিষ্ঠ পাপাত্না, সোনার মানুষ সাহাবীদের এমন নিকৃষ্ট ভাষায় গালাগালি একমাত্র ইবলিশ ও দাজ্জালের চেলা ছাড়া আর কোন মানুষ করতে পারেনা।

সাহাবী বিদ্বেষী, নবীর প্রকাশ্য দুশমন শিয়ারা অবশ্যই কাফির। আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। যারা এই শিয়াদের সমর্থক তাদের ইসলাম নিয়ে ও আমার যথেষ্ট সন্দেহ রয়েছে।  আল্লাহ পাক আমাদের কে এই দাজ্জাল এবং তার দোসরদের সার্বিক অনিষ্ঠতা থেকে হেফাজত করুন , আমীন ইয়া রাব্বাল আলামীন।

Check Also

atheist

নাস্তিকতার মূলে রয়েছে ইসলাম বিদ্বেষ। (শেষ পর্ব)

মাসুম আহমদ ::  ১ম পর্বের পর : ইসলাম শব্দ থেকেই স্পষ্ট হয় ইসলামের প্রকৃত স্বরূপ ...