মুস্তাফিজুর রাহমান যুবাইর
গরু ডাকে হাম্বা হাম্বা
ছাগল ডাকে ব্যা ,
মহিষ বলে কি হয়েছে
এত চেঁচাও ক্যা ?
মনের দুঃখে বলে গরু কি আর কবো ভাই ,
কাল সকালে হতে হবে
কুরবানির জবাই !
কেঁদে কেঁদে ছাগল
জানায়
আমারো কেস তাই , তুমিও ভাই পাড়
পাবেনা
বাঁচার উপায় নাই !
কথা শুনে মৃদু হাসে
মহিষ ভায়া তখন ,
ভাল করে বুঝিয়ে দেয়
জ্ঞানী গুরুর মতন । শোন হে ভাই শোন
তবে
আসল কথা কই ,
আমরাতো কেউ এ দুনিয়ায়
অমর মোটেও নই !
একদিন হলেও যেতে হবে
দুদিন আগে পরে , তার চেয়ে ভাল কুরবান
হওয়া মহান আল্লাহর তরে !
ছাগল গরু ভেবে দেখে
কথা পুরো ঠিক ,
সাথে সাথে কান্না
থামায় নিজেদের দেয় ধিক !
উঁচু কন্ঠে বলে ওঠে ওহে
মহিষ ভাই ,
আল্লাহর তরে প্রস্তুত
মোরা
মনে আর ভয় নাই ★
Check Also
জালাল উদ্দীন রুমীর কবিতা : আনন্দিতের গান
ভাষান্তর : মুসা আল হাফিজ ধরার ভূমি কেবল চুমি যান রাজা যাতে অজর সব মনোহর ...