লিখেছেন: শাইখ বা্হাউল ইসলাম
প্রশ্ন :-কুরবানীর পশু থেকে জবাইয়ের পুর্বে কি উপকৃত হওয়া জায়েয ?
উত্তর:-কুরবানীর পশু কেনার পর বা নির্দিষ্ট করার পর তা থেকে উপকৃত হওয়া জায়েয নয়। যেমন হালচাষ করা, আরোহণ করা, দুধ দোহন করা পশম কাটা ইত্যাদি।সুতরাং কুরবানীর পশু দ্বারা এসব করা যাবে না। যদি করে তবে পশমের মূল্য, হালচাষের মূল্য দুধের মুল্য ইত্যাদি সাদকা করতে হবে।
والله اعلم بالصواب
মুসনাদে আহমদ ২/১৪৬, ইলাউস সুনান ১৭/২৭৭, কাযীখান ৩/৩৫৪, আলমগীরী ৫/৩০০