Thursday 2nd May 2024
Komashisha familyAdvertisementContact । Time: রাত ১:৫৪
Home / রাজনীতি / জমিয়তের কাউন্সিলকে সামনে রেখে সিলেটের নেতারা ঢাকামুখী

জমিয়তের কাউন্সিলকে সামনে রেখে সিলেটের নেতারা ঢাকামুখী

tr2এম আবু বকর সা’দী: ৭ নভেম্বর অনুষ্ঠিতব্য  জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (নিবন্ধন নং ২৩) জাতীয় কাউন্সিলকে সামনে রেখে দেশব্যাপী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। র্নিধারিত কাউন্সিলাগণ শুক্রবার মধ্যরাতেরিভিতরে সভাপতি স্বাক্ষরিত পাসকার্ড সংগ্রহের কথা থাকলে এখন থেকেই রাজধানী অভিমুখে যাত্রা করেছেন অনেকেই। সিলেট বিভাগের শতাদিক কাউন্সিলার বুধবার রাতেই ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবার কথা জানাগেছে। কেউ কেউ কয়েক দিন যাবতঢোকায় অবস্থান করছেন। তরুণ কয়েকজন নেতারা ইতিমধ্যেই কেন্দ্রীয় র্মীষ নেতাদের নজরে আসতে ঘনঘন ঢাকায় যাতায়াতের খবর পাওয়াগেছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ৩ বছর অন্তর কাউন্সিলের কথা। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী এই কাউন্সিলের বাধ্যবাধকতা রয়েছে।  দেশের আলেম সমাজের নেতৃত্বাধীন বৃহত এই দলটি বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল । বিগত হেফাজতে ইসলামের আন্দোলনের পরবর্তী সময়ে দেশের অধিকাংশ রাজনীতিক আলেম উলামাগণ এই সংগঠনের সাথে একিভুত হয়ে কাজকরার কারণে গোটা দেশের আলেম সমাজের দৃষ্টি এই সংগঠনের দিকেই। শুধূ আলেম সমাজই নন বিএনপির নিকট একসময় জামায়াতই ছিল বড় দল ,ইদানিং জমিয়তের ব্যাপক তৎপরতায় সরকারী দল সহ বিএনপির নিকট জমিয়তের কদর আগের যেকোন সময়ের তুলনায় অনেক বেশী। সঙগত কারনেই আসন্ন জাতীয় সংসদ নিবার্চনে একক ভাবেই হোক আর জোট বদ্ধই হোক ভোটের ময়দানে জমিয়ত ফ্যাক্টর।  আসন্ন জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিলকে কেন্দ্রকরে দেশ ব্যাপী ব্যাপক সাংগঠনিক কর্মতৎপরতা চলছে।
বিভিন্ন দল থেকে  বিপুল সংখ্যক নেতাকর্মীর জমিয়তে যোগদানের ফলে দেশের বিভিন্ন জেলা ও তৃণমুলের হাজার হাজার নেতাকমী জমিয়তে যোগদান করতে শুরু করে। এই ধারা এখনো অব্যাহত রয়েছে বলে জমিয়ত সুত্র জানায়। জানাগেছে, সভাপতিপদে আল্লামা শায়খ আব্দুল মোমিন,নির্বাহী সভাপতি হিসেবে মাওলানা মুহিউদ্দীন খানের নাম শুনা যাচ্ছে।  এছাড়া সিনিয়র সহসভাপতি হিসেবে  মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী, মুফতি ওয়াক্কাস এবং  মাওলানা নুর হোসাইন কাসেমীকে মহাসচিব নির্বাচিত হতে পারেন।

সিলেট রিপোর্ট ডককম সৌজন্যে

Check Also

সিলেট আলিয়া

সিলেট আলীয়ার প্রাক্তন ছাত্র পরিষদের সভা : সরকারের বৈষম্যনীতির কারণে মাদ্রাসার অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন

মাহবুব তালুকদার, লন্ডন থেকে : গত ২৭ অক্টোবর সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ উইকে ...