Friday 5th December 2025
Komashisha familyAdvertisementContact । Time: দুপুর ১:২৮
Home / রাজনীতি / ছাত্র মজলিস জোড়াপুর ইমদাদুল উলুম মাদরাসা পুনর্গঠন

ছাত্র মজলিস জোড়াপুর ইমদাদুল উলুম মাদরাসা পুনর্গঠন

সভাপতি জয়নুল ইসলাম সেক্রেটারি সুহাইল আহমদ

জোড়াপুরছাত্র মজলিস রাজনগর উপজেলাধীন জোড়াপুর ইমদাদুল উলুম মাদরাসা শাখা পুনর্গঠন উপলে রবিবার (১লা নভেম্বর) বিকেল ৩টায় জোড়াপুর স্থানীয় মিলনায়তনে এক কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা গঠন কার্যক্রম পরিচালনা করেন ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সেক্রেটারি মুহাম্মদ ফরহাদ সাইফুল্লাহ। সমাবেশে ২০১৫-২০১৬ সেশনের জন্য জয়নুল ইসলাম সভাপতি, সুহাইল আহমদ সেক্রেটারি, জাহিদুল হক বায়তুমাল সম্পাদক, প্রচার সম্পাদক আবুল কাশেম, অফিস ও পাঠাগার সম্পাদক খুর্শেদ আলম মনোনীত হয়েছেন। শাখা সভাপতি জয়নুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি সুহাইল আহমদের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাত্র মজলিস রাজনগর উপজেলা সেক্রেটারি আহসান উদ্দিন গিলমান। প্রেস বিজ্ঞপ্তি

Check Also

সিলেট আলিয়া

সিলেট আলীয়ার প্রাক্তন ছাত্র পরিষদের সভা : সরকারের বৈষম্যনীতির কারণে মাদ্রাসার অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন

মাহবুব তালুকদার, লন্ডন থেকে : গত ২৭ অক্টোবর সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ উইকে ...