Thursday 21st November 2024
Komashisha familyAdvertisementContact । Time: সন্ধ্যা ৬:০৩
Home / ঘর-সংসার / তিন এতিমখানা ও এক বৃদ্ধাশ্রম করেছেন অনন্ত জলিল

তিন এতিমখানা ও এক বৃদ্ধাশ্রম করেছেন অনন্ত জলিল

ononto jolilঢাকার বাংলা সিনেমার সাম্প্রতিককালের একজন সফল নায়ক-প্রযোজক অনন্ত জলিল। তিনি শুধু অভিনেতা নন একজন সফল ব্যবসায়ীও। এখানেই শেষ নয়, অনন্ত জলিল ধার্মিকও বটে। এরই মধ্যে স্ত্রী বর্ষাকে নিয়ে হজ পালন করেছেন তিনি। ধর্মীয় নানান অনুষ্ঠানেও তার সরব দেখা মেলে। নায়ক অনন্ত জলিল তার স্ত্রী অভিনেত্রী বর্ষাকেও পর্দা করতে উৎসাহ দেন সব সময়। সম্প্রতি নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে তেমনি কিছু ছবি পোস্ট করেছেন তারা। এ ছবিতে দেখা যায় টুপি পাঞ্জাবী পরে আছেন অনন্ত জলিল ও তার শিশু পুত্র। অন্যদিকে হিজাব পরা অবস্থায় দেখা যায় বর্ষাকে। ধর্মীয় কাজের অংশ হিসেবে অনন্ত জলিল মিরপুর ১০ নং , বাইতুল আমান হাউজিং ও সাভার মধুমতি মডেল টাউনে তিনটি এতিমখানা প্রতিষ্ঠা করেছেন। এ ছাড়াও সাভারের হেমায়েতপুরের ধল্লা গ্রামে সাড়ে ২৮ বিঘার উপর একটি বৃদ্ধাশ্রম নির্মাণ করেছেন জলিল।

Check Also

খোলা চিঠি

বাবার কাছে বিবাহযোগ্য কন্যার অবাক করা খোলা চিঠি!

প্রিয় বাবা, কেমন আছো? আশা করি ভাল আছো। তুমি ভালো করে জানো তোমার মেয়ে নাবালিকা ...