Tuesday 3rd December 2024
Komashisha familyAdvertisementContact । Time: রাত ১১:২৭
Home / রাজনীতি / কুলাউড়া জালালিয়া আলিয়া মাদ্রাসায় ছাত্র মজলিসের কমিটি গঠন

কুলাউড়া জালালিয়া আলিয়া মাদ্রাসায় ছাত্র মজলিসের কমিটি গঠন

নজমুদ্দিন তারিফ সভাপতিসাব্বির আহমদ সেক্রেটারি

মজলিস লগোছাত্র মজলিস কুলাউড়া উপজেলা উত্তরাধীন জালালিয়া আলিয়া মাদ্রাসায় নতুন কমিটি গঠন উপলক্ষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় কুলাউড়া উপজেলা মজলিস মিলনায়তনে এক কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা গঠন কার্যক্রম পরিচালনা করেন ছাত্র মজলিস কুলাউড়া পৌর শাখার সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান ।

সমাবেশে ২০১৫-২০১৬ সেশনের জন্য নজমুদ্দিন তারিফ সভাপতি, সাব্বির আহমদ সেক্রেটারি, বায়তুলমাল সম্পাদক  জুম্মান আহমদ দিপু , প্রচার ও প্রকাশনা সম্পাদক তামির হোসেন মনোনীত হয়েছেন ।  প্রেস বিজ্ঞপ্তি

Check Also

সিলেট আলিয়া

সিলেট আলীয়ার প্রাক্তন ছাত্র পরিষদের সভা : সরকারের বৈষম্যনীতির কারণে মাদ্রাসার অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন

মাহবুব তালুকদার, লন্ডন থেকে : গত ২৭ অক্টোবর সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ উইকে ...