মালয়েশিয়া সফররত বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমানকে সংবর্ধনা দিয়েছে মালয়েশিয়ায় বসবাসরত সিলেট প্রবাসীরা। ২৩ অক্টোবর শুক্রবার বিকেলে কুয়ালালামপুরের রাজধানী রেস্টুরেন্টের এ সভায় সভাপতিত্ব করেন সিলেট প্রবাসী কমিউনিটি নেতা হাজী আব্দুস সাত্তার। মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে ছিলেন ইউনিভার্সিটি মালয়েশিয়ার রিসার্চ সহকারী লেখক গবেষক শহিদুল ইসলাম ফারুকী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক রুহুল আমিন সাদি, বঞ্চিত গ্রাম বাংলা পরিষদের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম ইয়াহিয়া, সাংবাদিক আহমেদুল কবির, সৈয়দ জাহাঙ্গীর আলম, মালয়েশিয়া বাংলাদেশ খেলাফত মজলিস নেতা ইব্রাহীম খলিল, মাওলানা নুরুল আমিন আলেকসহ অনেকে।
বক্তারা সিলেট দুই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আতাউর রহমানকে আগামী নির্বাচনে যোগ্য প্রার্থী হিসাবে অবিহিত করেন। প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান বলেন, সিলেটের অবহেলিত, বঞ্চিত মানুষের পাশে দাড়ানোই আমার মুল লক্ষ্য। প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তিনি আরো বলেন, “বিএনপি আওয়ামী লীগ কোন দলই প্রবাসীদের নিয়ে ভাবে না। খেলাফত মজলিস-ই পারে দেশে সত্যিকারের শাষণ প্রতিষ্ঠা করতে। মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে।” এর আগে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরন করে নেন মালয়েশিয়ায় অবস্থানরত সিলেট প্রবাসীরা। বিজ্ঞপ্তি