জ্বলছে ফিলিস্তিন, ইরাক, তিউনিসিয়া
সিরিয়া, মিসর দেখো দুলছে।
দুলে ওঠে আফ্রিকা, আরাকান, কাশ্মীর
মুক্তির নবধ্বনি তুলছে।
ইয়েমেন, তুরস্ক আর চেচনিয়া, বসনিয়া
কাবুল, কান্দাহার তৈরি।
চীন, হিন্দুস্তান, খাইবার, পাখতুন
সুদান, নাইজেরিয়া বৈরি।
হবে হবে বাতিলের সব পথ বন্ধ-
দিকে দিকে ভেসে আসে জিহাদের গন্ধ-
নিপীড়িত মুসলিম নারী শিশু বৃদ্ধের
অশ্রু যাবে না আর বিফলে।
মুক্তির ময়দানে লাখ লাখ শহীদের
রক্ত জ্বলেছে আজ অনলে।
……………….
দুনিয়ার মুসলিম- এক হও! এক হও!
দুনিয়ার মুসলিম এক হও!
তোলো তোলো তাকবীর ‘আল্লাহু আকবার’
দুনিয়ার মুসলিম এক হও!
এলবাম : ‘নতুন ইশতেহার আসছে’