কমাশিসা ডেস্ক : টাঙ্গাইল-৪ (কালিহাতি) উপনির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর মনোনয়ন পত্র বাতিল ঘোষনার পর এবার তার স্ত্রী নাসরিন সিদ্দিকীও মনোনয়ন বাতিল ঘোষণা করেছে স্থানীয় নির্বাচন অফিস।
কাদের সিদ্দিকী ও নাসরিন সিদ্দিকী সহ মোট চারজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তবে কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী ও দলটির কালিহাতি উপজেলা সভাপতি হাসমত আলীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
কাদের সিদ্দিকী ও তার স্ত্রীর মনোনয়ন বাতিলের প্রতিবাদের আগামীকাল বুধবার টাঙ্গাইল জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে কৃষক শ্রমিক জনতা লীগ।
দলটির যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন।
আগামী ১০ই নভেম্বর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। হজ ও মহানবী (সা.) কে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় আওয়ামী লীগ ও মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত হন ওই আসনের এমপি আবদুল লতিফ সিদ্দিকী। পরে তিনি সংসদ থেকে পদত্যাগ করায় ওই আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।