খতিব তাজুল ইসলাম ::
শুক্রবার রাত্র থেকে রবিবার রাত পুরা আড়াইদিন ছিলাম বার্মিংহাম । হাফিজ মাওলানা মুফতি মারুফ আহমদের বিয়ে তাই স্বপরিবারে গমন। বিয়ে শাদি হলে আমাদের সমাজে কয়েকটা জুটঝামেলার জন্য সকলকে তৈরী থাকতে হয়। কিন্তু যেখানে রাসুলের সুন্নাত ও আদর্শ পথ চলার পাথেয় হয় সেখানে কেবল রহমত বরকত আর মায়া মমতা ভালবাসা বিরাজমান। আনন্দের কমতি নেই কিন্তু নেই বেলেল্লাপনা। সাজসজ্জার কমতি নেই কিন্তু নেই বিলাসিতা। খাবারের কমতি নেই কিন্তু নেই ইসরাফ। আজ আমাদের একেকটি বিয়ে বিষফোড়া হয়ে দেখাদেয়। সুখি দাম্পত্যের বদলে এক পাহাড় অনর্থক করজের বোঝা তাদের ঘাড়ে চাপিয়ে দেয়া হয়। নতুন জীবনের শুরুটা যেন কলহ বিবাদ আর বিষাদে ভরা।
কিন্তু আল্লাহর লাখো শুকরিয়া যে আমাদের সমাজে এখনো শত বিবেক জাগ্রত আছে। বিবাহ শাদিতে অনাড়ম্বর মাধুর্য্যপুর্ণ সম্মান জনক পরিবেশ রহমতি তরীকা আমাদের উৎফুল্ল করে। হাফিজ মারুফর নতুন জীবন ফুলে ফলে সুশুভিত হউক। সুখ সমৃদ্ধিতে হউক টইটুম্বুর। মহান রবের কাছে তাই কমানা। সময় হলে বিস্তারিত আরেকদিন আজ এতটুকু…