বাংলাদেশ খেলাফত মজলিস পবিত্র মক্কা শাখার উদ্যোগে ২৭ সেপ্টেম্বর হজ্জ সেমিনার অনুষ্ঠিত হয় ৷ মক্কা শাখার সভাপতি মাওলানা আব্দুর রহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত হজ্জ সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শায়খুল হাদীস মাওলানা মামুনুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা আতাউল্লা আমীন,কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সেক্রেটারী মাওলানা ফয়েজ আহমদ,রিয়াদ শাখার সভাপতি মাওলানা হোসাইন হাবীবুর রহমান,জিদ্দা শাখার সভাপতি মাওলানা জামাল আহমদ,ঢাকা মহানগরীর সেক্রেটারী হাফেজ মাওলানা এনামুল হক মুছা,যুক্তরাজ্য শাখার সহ সভাপতি হাফেজ মাওলানা ইকবাল হোসাইন,রিয়াদ শাখার সহ সভাপতি হাফেজ মাওলানা ফুরকান,রওদা শাখার সহ সভাপতি মাওলানা মাহমুদুর রহমান জালালী,যুক্তরাজ্য শাখার প্রশিক্ষন সম্পাদক মাওলানা সৈয়দ মাশহুদ আহমদ,প্রমূখ ৷ হজ্জ সেমিনারে বক্তারা বলেন,পবিত্র হজ্জ মহান আল্লাহর কাছে নি:শর্ত আত্মসমর্পণের যে শিক্ষা আমাদেরকে দেয়,সেই শিক্ষাকে আমাদের জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে ৷ মহান আল্লাহর সন্তুষ্টির জন্য যেমন করে আল্লাহর দরবারে হাযির হয়ে হজ্জের কর্ম গুলো সম্পাদন করি ৷ তেমনি ভাবে জীবনের সকল কাজ ও কর্ম এক মাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে ৷হজ্জের প্রকৃত শিক্ষাকে আমাদের সকলের জীবনে বাস্তবায়নের মাধ্যমে আদর্শ জীবন গঠনের চেষ্টা করতে হবে ৷সেমিনারে পবিত্র হারাম ও মিনায় হাজীদের প্রাণহানির গঠনায় গভীর শোক প্রকাশ করা হয় ৷ শহীদ হাজীদের দরজাহ বুলন্দি এবং আহতদের দ্রুত আরগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ৷
Check Also
Can anyone become a Muslim?
Yes anyone can. There are two declarations, which are necessary: 1- To bear witness that ...