Sunday 24th November 2024
Komashisha familyAdvertisementContact । Time: সকাল ১১:১৭
Home / Today / সিলেট নগরীর কোথায় কত রিকশা ভাড়া

সিলেট নগরীর কোথায় কত রিকশা ভাড়া

কমাশিসা ডেস্ক :  লেট নগরীতে রিকশা ভাড়া নিয়ে চালক যাত্রীদের বচসা দীর্ঘ দিনের সমস্যা। এ নিয়ে চালক ও যাত্রীদের মধ্যে প্রায়ই ঘটতো অনাকাঙ্খিত ঘটনা। সিটি নির্বাচনের সময় আরিফুল হক চৌধুরী রিকশাভাড়া নির্ধারণের আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু এতোদিন এই জনদাবি পূরণ হয়নি। অবশেষে সিটি করপোরেশন উদ্যোগী হয়ে নির্ধারণ করেছে রিকশা ভাড়া। আগামী…

User Rating: Be the first one !

Komashisha Riksha

কমাশিসা ডেস্ক :  লেট নগরীতে রিকশা ভাড়া নিয়ে চালক যাত্রীদের বচসা দীর্ঘ দিনের সমস্যা। এ নিয়ে চালক ও যাত্রীদের মধ্যে প্রায়ই ঘটতো অনাকাঙ্খিত ঘটনা। সিটি নির্বাচনের সময় আরিফুল হক চৌধুরী রিকশাভাড়া নির্ধারণের আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু এতোদিন এই জনদাবি পূরণ হয়নি। অবশেষে সিটি করপোরেশন উদ্যোগী হয়ে নির্ধারণ করেছে রিকশা ভাড়া। আগামী মাসের মধ্যে নগরীর বিভিন্ন পয়েন্টে তা সাঁটানো হবে। এতে নগরবাসীর ভোগান্তির অবসান ঘটবে বলে মনে করছে সিটি কর্তৃপক্ষ।

সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, কাউন্সিলদের মতামতের ভিত্তিতেই রিকশা ভাড়া নির্ধারণে গত ফেব্র“য়ারি মাসে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি রিকশা ভাড়ার নতুন তালিকা তৈরি করে। নতুন এই তালিকায় প্রতি কিলোমিটার ১০ টাকা, প্রতি ঘন্টা ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এবারের তালিকা অনুযায়ী নির্ধারিত রিকশা ভাড়া হচ্ছে, কোর্ট পয়েন্ট থেকে টিলাগড় ৩০ টাকা, শিবগঞ্জ ২০ টাকা, মিরাবাজার ১০ টাকা, যতরপুর ১৫ টাকা, উপশহার (এ, আই, এফ, জি, এইচ, জে ব্লক) ৩০ টাকা, উপশহর (বি, সি, ডি, ই ব্লক) ২০ টাকা, নতুন ব্লিজ ২০ টাকা, নতুন ব্রিজ হয়ে দক্ষিণ সুরমা বাস টর্মিনাল ৩৫ টাকা, পুরতন ব্রিজ হয়ে দক্ষিণ সুরমা বাস টার্মিনাল ২০ টাকা, নতুন ব্রিজ হয়ে রেল স্টেশন ৩৫ টাকা, পুরাতন ব্রিজ হয়ে রেল স্টেশন ২০ টাকা, পুরাতন ব্রীজ হয়ে বাবনা পয়েন্ট ২০ টাকা, পুরাতন ব্রীজ হয়ে টেকনিক্যাল ৩০ টাকা, নতুন ব্রীজ হয়ে কদমতলী ৩০ টাকা, পুরাতন ব্রিজ হয়ে কদমতলী ৩০ টাকা।

কোর্ট পয়েন্ট থেকে লাউয়াই ৪০ টাকা, বিসিক শিল্প নগরী ৪০ টাকা, খোজারখোলা ৩০ টাকা, বরইকান্দি ৩৫ টাকা, গোপশহর মকন দোকান ৪০ টাকা, ঝেরঝেরি পাড়া ১৫ টাকা, দর্জিবন্দ ১৫ টাকা, শাহী ঈদগাহ ২০ টাকা, সরকারি কলেজ ছাত্রাবাস ৩৫ টাকা, শিবগঞ্জ সোনাপাড়া ২০ টাকা, বালুচর ৩৫ টাকা, কাজীটুলা ১৫ টাকা, ইলেকট্রিক সাপ্লাই ২০ টাকা, উত্তর কাজীটুলা ২০ টাকা, গোয়াইটুলা ২৫ টাকা, আম্বরখানা ১৫ টাকা, লেচু বাগান ২০ টাকা, চৌকিদেখি ৩০ টাকা, লাক্কাতুরা ৩০ টাকা, হাউজিং এস্টেট ২০ টাকা, বাদাম বাগিচা ৩০ টাকা, মাছিমপুর ১৫ টাকা, দর্শন দেউরী ১৫ টাকা, রাজারগলি ১৫ টাকা, দরগাহ শাহজালাল গেইট ১০ টাকা।

কোর্ট পয়েন্ট থেকে মিরের ময়দান ১০ টাকা, সুবিদবাজার ১৫ টাকা, গোয়াবাড়ি ৩০ টাকা, আখালিয়া বিডিআর ক্যাম্প গেইট ও শাবি ক্যাম্পাস গেইট ৩৫ টাকা, বাগবাড়ি ২০ টাকা, এতিম স্কুল ২০ টাকা, কানিশাইল খেয়াঘাট ৩০ টাকা, নবাব রোড (শেখঘাট পিচের মুখ, কলাপাড়া ডহর) ২০ টাকা, ঘাসিটুলা বেতের বাজার ২৫ টাকা, শেখঘাট ১০ টাকা, ভাঙ্গাটিকর ১৫ টাকা, ভাতালিয়া ১৫ টাকা, রিকাবীবাজার ১৫ টাকা, ওসমানী মেডিকেল ২০ টাকা, দাড়িয়াপাড়া ১০ টাকা, মির্জাজাঙ্গাল ১০ টাকা, জল্লারপাড় ১০ টাকা, পশ্চিম কাজির বাজার ১০ টাকা, ছড়ারপার ১৫ টাকা, কুমারপাড়া পয়েন্ট ১৫ টাকা, কুমারপাড়া (ঝর্নারপাড়) ২০ টাকা।

কোর্ট পয়েন্ট থেকে কুমারগাঁও বাস টার্মিনাল ৪০ টাকা, মিরাবাজার আগপাড়া ১৫ টাকা, সোবহানীঘাট ১০ টাকা, চালিবন্দর ১০ টাকা, তোপখানা ১০ টাকা, আম্বরখানা কলবাখানী ২০ টাকা, পুরতান ব্রীজ হয়ে ভার্থখলা ২০ টাকা, পীর মহল্লা ২৫ টাকা, মেন্দিবাগ ২৫ টাকা, সাদাটিকর ৩০ টাকা, কুশিঘাট ৩৫ টাকা, শাপলাবাগ ৩৫ টাকা, টুলটিকর ৪০টাকা ও মিরাপাড়া ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে নতুন এই ভাড়ার তালিকা নগরীর ৫১টি পয়েন্টে সাঁটানো হবে বলে সিটি করপোরেশন সূত্র জানিয়েছে। এর মধ্যে রিকাবীবাজারে ২টি স্থাপন করা হবে।

এছাড়াও মদীনা মাকের্ট, বাগবাড়ি, ওসমানী মেডিকেল, চৌহাট্টা, আম্বরখানা, চৌখিদিখি, শাহী ঈদগাহ, বালুচর, টিলাগড়, শিবগঞ্জ, মিরাবাজার, নাওয়রপুল, সোবহানীঘাট, রোজভিউ হোটেলের সামনে, উপশহর, হুমায়ুন রশিদ চত্ত্বর, কীন ব্রীজ, রেল স্টেশন, সুরমা মাকের্ট পয়েন্ট, লামাবাজার, জিতু মিয়া পয়েন্ট, তালতলা, কোর্ট পয়েন্ট, বন্দর পেপার পয়েন্ট, কাজীটুলা, নয়া সড়ক, জেল রোড, কুমারপাড়া, কালিঘাট, দর্শন দেউরী, কুমারগাঁড়, বাস টর্মিনাল, মিরের ময়দান, পূর্ব দরগাহ গেইট, সুবিদবাজার, শেখঘাট পিছনের মূখ, কাজিরবাজার, মিরাজী শাহ (রহ.) মাজার গেইট, গাজী বুরহান উদ্দিন মাজার গেইট, শিববাড়ি, কদমতলী পয়েন্ট, টেকনিক্যাল, খেয়াঘাট, রেল গেইট ভার্থখলা, ঝালোপাড়া, গোটাটিকর, এমসি কলেজ গেইট, ওসমানী উদ্যানের সামনে, চালিবন্দর পয়েন্ট ও হযরত মানিক পীর (রহ.) করস্থান গেইটে একটি করে সাইনবোর্ড সাটানো হবে।

Check Also

11377093_768919959891693_8552450127626177621_n

Can anyone become a Muslim?

Yes anyone can. There are two declarations, which are necessary: 1- To bear witness that ...