Thursday 29th January 2026
Komashisha familyAdvertisementContact । Time: সন্ধ্যা ৬:০৮
Home / মুসলিম বিশ্ব / দক্ষিণ সুদানে তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ১৭০

দক্ষিণ সুদানে তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ১৭০

fireকমাশিসা ডেস্ক: দক্ষিণ সুদানে জ্বালানি তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত হয়েছেন ১৭০ জন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে আরও বলা হয়, গুরুতর আহত হয়েছে বিপুল সংখ্যক মানুষ। তার মধ্যে অনেকের অবস্থা গুরুতর । ফলে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় সময় বুধবারস দেশটির রাজধানী জুবার পশ্চিমাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। তথ্যমন্ত্রী চার্লস কিসাঙ্গার জানান, নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়া ট্যাংকারটি থেকে স্থানীয়রা জ্বালানি তেল সংগ্রহ করার সময় বিস্ফোরণ ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে। তেলবাহী এ গাড়িটি জুবার পশ্চিমাঞ্চলের ইকুয়াতরিয়া যাচ্ছিল। তিনি বলেন, যারা আহত হয়েছে তাদের অবস্থাও সংকটাপন্ন। আমাদের পর্যাপ্ত মেডিকেল সরঞ্জাম নেই এবং মনে হচ্ছে এই আহত লোকদেরও আমরা বাঁচাতে পারবো না। কারণ তাদের শরীরের বেশিরভাগ জায়গাই পুড়ে গেছে। দারিদ্র্যপীড়িত অঞ্চলে এ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এবং আহতদের যথাসাধ্য চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছে সরকার।

Check Also

তুরস্ক

তুরস্কের নির্বাচনে একেপির সংখ্যাগরিষ্ঠতা অর্জন : এটা জনগণের বিজয়- তুর্কি প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক :: তুরস্কে পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। নির্বাচনের ...