Sunday 28th April 2024
Komashisha familyAdvertisementContact । Time: রাত ১২:৪৪
Home / Today / তুরস্কের নির্বাচনে একেপির সংখ্যাগরিষ্ঠতা অর্জন : এটা জনগণের বিজয়- তুর্কি প্রধানমন্ত্রী

তুরস্কের নির্বাচনে একেপির সংখ্যাগরিষ্ঠতা অর্জন : এটা জনগণের বিজয়- তুর্কি প্রধানমন্ত্রী

তুরস্কঅনলাইন ডেস্ক :: তুরস্কে পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। নির্বাচনের এই ফলকে তুরস্কের গণতন্ত্র ও জনগণের বিজয় হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আহমেদ দাভোতগলু।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল রোববার গুরুত্বপূর্ণ ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।

রাষ্ট্র-পরিচালিত আনাদোলু বার্তা সংস্থা জানায়, প্রায় সব ভোট গণনা করা হয়েছে। একেপি ৪৯ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছে। প্রধান বিরোধী দল সিএইচপি পেয়েছে ২৫ দশমিক ৪ শতাংশ ভোট।

কুর্দিপন্থী এইচডিপি ও জাতীয়তাবাদী এমএইচপি আসন পাওয়ার জন্য আসনের ১০ শতাংশ ভোটের সীমা অতিক্রম করেছে।

গত জুনে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দল একেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়। ব্যর্থ হয় একটি জোট সরকার গড়তেও। গত ১৩ বছরে এমন ঘটনা প্রথম।

Check Also

11377093_768919959891693_8552450127626177621_n

Can anyone become a Muslim?

Yes anyone can. There are two declarations, which are necessary: 1- To bear witness that ...