Thursday 21st November 2024
Komashisha familyAdvertisementContact । Time: রাত ৯:০১
Home / Today / খোকার ১৩ বছরের কারাদণ্ড

খোকার ১৩ বছরের কারাদণ্ড

সাদেক হোসেন খোকাকমাশিসা ডেস্ক :: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র সাদেক হোসেন খোকাকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক আবু আহমেদ জমাদ্দার এ রায় ঘোষণা করেন।
এ মামলায় আদালত ৪০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। মামলার শুরু থেকে খোকা পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, সাদেক হোসেন খোকা ৯ কোটি ৭৬ লাখ ২৮ হাজার ২৬১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ৯ কোটি ৬৪ লাখ ৩ হাজার ৬০৯ টাকার তথ্য গোপন করেছেন। ২০০৭ সালের ৬ ডিসেম্বর সাদেক হোসেন খোকা ২ কোটি ৪৪ লাখ ৮৭ হাজার ৮৬ টাকা সম্পদের হিসাব দাখিল করেন। এরপর ২০০৮ সালের ২ এপ্রিল রমনা থানায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে মামলাটি দায়ের করা হয়। মামলায় ২০০৮ সালের ১ জুলাই অভিযোগপত্র দাখিল করা হয়।
মামলায় খোকার স্ত্রী মিসেস ইসমত আরাও আসামি। অভিযোগপত্র দাখিলের পূর্বে হাইকোর্ট ইসমত আরার অংশের মামলার কার্যক্রম স্থগিত করায় তার অংশের তদন্তও স্থগিত আছে। এ ছাড়া মামলার শুরুতে খোকার ছেলে ইসরাক হোসেন ও মেয়ে সারিকা সাদেক আসামি থাকলেও তাদেরকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়।
খোকা চিকিৎসার নামে বর্তমানে বিদেশে অবস্থান করছেন।

Check Also

11377093_768919959891693_8552450127626177621_n

Can anyone become a Muslim?

Yes anyone can. There are two declarations, which are necessary: 1- To bear witness that ...