Tuesday 3rd December 2024
Komashisha familyAdvertisementContact । Time: রাত ১১:১৪
Home / সংগীত-নাশিদ / সংগীত : ছায়ার মানুষ মায়ার মানুষ

সংগীত : ছায়ার মানুষ মায়ার মানুষ

শাহীদুল হক

শাহীদুল হক ::

ছায়ার মানুষ মায়ার মানুষ
মানুষ বুকের মাঝে
ভিতর খুঁজে দেখ না রে মন
দেখ না সকাল-সাঁঝে।।

বস্তুবাদী চেতনাতে
থাকলে মজে মন
কেমন করে পাবে মানুষ
স্বরূপ দরশন
সে যে থাকে ত্যাগের আশায়
ভালবাসার ভাঁজে।।

কিতাব পড়লেই মানুষ হয় না
হয় না দলে মিশে
মানুষ ধরলে খুঁজে পাবি
সেই মানুষের দিশে
কালবে তাকে যে জন রাখে
সে কি মানুষ সাজে।।

গাধার পিঠে কিতাব দেখে
ভেব না সে জ্ঞানী
জ্ঞানের আকর পেতে হলে
হতেই হবে ধ্যানী
সহজ মানুষ ভাবের মানুষ
কয় না কথা লাজে।।

Check Also

yemen girls فاطمه مثنى بنت اليمن يا ابيه يا فخر كل البنات