Thursday 29th January 2026
Komashisha familyAdvertisementContact । Time: বিকাল ৪:৫১
Home / সাহাবা / রাসুলের ভালবাসা

রাসুলের ভালবাসা

★ সত্যিকার ভালোবাসা ★

মনসুর আহমদ
______________________
হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আবদে রাব্বিহি রাযিয়াল্লাহু আনহু বাগানে কাজ করছিলেন। এমতাবস্থায় তাঁর ছেলে আসলেন। এসে বললেন, বাবা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকাল করেছেন। খবর শুনে আব্দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়লেন। তাঁর মাথার উপর যেনো আকাশ ভেঙ্গে পড়লো।ছেলেকে বললেন, আমার জন্য ওযুর পানি নিয়ে এসো!
ছেলে পানি আনার পর ওযু করে নামাযে দাঁড়ালেন। নামায শেষে আল্লাহর কাছে দুআয় রত হলেন। কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ! আমার দৃষ্টিশক্তি ছিনিয়ে নাও! যে চোখ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখতে পারবো না, সে চোখ আমি চাই না!
দেখতে দেখতে তাঁর দৃষ্টিশক্তি চলে গেলো!

* রাসূল সা.’র প্রেমে তাঁরা ছিলেন আত্মহারা!

Check Also

hadis

মুহাম্মদ সা.’র মুচকি হাসি ও আবুবকর রা.’র কান্না

মাওলানা ক্বামার উদ্দীন :: একদিন হযরত মুহাম্মাদ (সাঃ) বিবি আয়েশা (রাঃ) কে ডেকে জিজ্ঞেস করলেন, ...