Friday 5th December 2025
Komashisha familyAdvertisementContact । Time: দুপুর ১:২৯
Home / কর্মসংস্থান / শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বক্তব্য রাখছেন বেফাকের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুসলেহ উদ্দিন রাজু
বক্তব্য রাখছেন বেফাকের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুসলেহ উদ্দিন রাজু

কমাশিসা ডেস্ক : জকিগঞ্জ কওমি মাদরাসা ঐক্য পরিষদের আয়োজনে গতকাল বৃহস্পতিবার লামারগ্রাম মাদরাসায় ৫ দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণের সমাপনী অধিবেশন মাওলানা আব্দুল মুছব্বির আইয়রীর (খলীফায়ে মামরখানী রাহ.) সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সম্পানিত মহাসচিব মাওলানা আব্দুল জব্বার জাহানাবাদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোর্ডের (বেফাক) সাংগঠনিক সম্পাদক সাহেবযাদায়ে গহরপুরী মাওলানা হাফেজ মুসলেহ উদ্দিন রাজু।

এছাড়াও বিশেস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেফাক বোর্ডের সহকারী মহাপরিচালক অধ্যাপক মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী, লামারগ্রাম মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল গাফফার রায়পুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ তফাদার প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কওমি মাদরাসা ঐক্য পরিষদ জকিগঞ্জের সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুফতী আবুল হাসান।

Check Also

মুহিব খান

কওমী মাদরাসা।

মুহিব খান :: দেশ ও মানুষের নিরাপদ আশ্রয়। গোটা ভারতবর্ষের স্বাধীনতার দুর্গ। ইলমে নববীর সুরক্ষিত ...