কমাশিসা ডেস্ক : মার্চ-এপ্রিল থেকে মোবাইল ফোন নম্বর পরিবর্তন না করে অন্য অপারেটরের গ্রাহক হওয়া যাবে। এ জন্য গ্রাহকদের সর্বোচ্চ ৩০ টাকা মূল্য দিতে হবে।
টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, গ্রাহকরা যাতে মোবাইল নম্বর ঠিক রেখে তাদের পছন্দমতো অপারেটর বেছে নিতে পারে সেজন্য সরকার এমএনপি বা মোবাইল নম্বর প্রোটাবিলিটি সুবিধা চালু করছে।
এ সুবিধার ফি অর্থমন্ত্রণালয় অনুমোদন করলে শিগগির নিলাম করে ঠিকাদার ঠিক করা হবে। তারা সরকারকে সাড়ে পাচঁ শতাংশ হারে রাজস্ব ভাগাভাগি করবে।
তবে কোন গ্রাহক অপারেটর পরিবর্তন করলে কমপক্ষে ৪০দিন একই অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করতে হবে।