Tuesday 3rd December 2024
Komashisha familyAdvertisementContact । Time: রাত ১১:৩৩
Home / মাসাঈল / দরসে ফিকাহ – গর্ভবতী পশু কোরবানী প্রসংগে

দরসে ফিকাহ – গর্ভবতী পশু কোরবানী প্রসংগে

 

Bahaul Islam:

প্রশ্ন গর্ভবতী পশু কুরবানী করা কি জায়েয?
উত্তর:-
গর্ভবতী পশু কুরবানী করা জায়েয। জবাইয়ের পর যদি বাচ্চা জীবিত পাওয়া যায় তাহলে সেটাও জবাই করতে পারবেন।গোশ্ত খেতে পারবেন।বাচ্চা মৃত হলে বক্ষন করা হারাম।যদি বাচ্চা কে কোরবানীর দিন সমুহের মধ্যে জবাই না করেন তাহলে জিবিত সাদকা করে দিতে হবে।যদি কোরবানীর দিন সমুহ অতিবাহিত হওয়ার পর বাচ্চা জবাই করে নিজে খেয়েফেলেন তাহলে বাচ্চার মুল্য সাদকা করতে হবে। আর বাচ্চা প্রসবের সময় আসন্ন হলে সে পশু কুরবানী করা মাকরূহ।
والله اعلم بالصواب
কাযীখান ৩/৩৫০; ফাতাওয়ায়ে। শামী৫/২০৫; মাসাইলে কোরবানী ১৫৬/১৫৭

Check Also

1470099_1592011634385618_7127787073582267725_n

ঐশীবাণী, ঐশীজ্ঞান, ঐশ্বরিক

 Sultan Mahmud :: কী চমৎকার শব্দ! পড়তেই মনটা যেন খুশিতে উৎফুল্ল হয়ে উঠে। আর নিজের লেখায় ...