Thursday 2nd May 2024
Komashisha familyAdvertisementContact । Time: সন্ধ্যা ৭:১১
Home / Today / অবশেষে আমস্টারডামে মুসলিম হালাল পতিতালয়

অবশেষে আমস্টারডামে মুসলিম হালাল পতিতালয়

halal-sex-shop-06-Oct-15কমাশিসা ডেস্ক : নেদারল্যান্ডসের আমস্টারডামের রেড লাইট এলাকায় হট ক্রিসেন্ট নামে একটি বার সম্প্রতি চালু হয়েছে। মুসলিম খদ্দেরদের জন্য এই বারে মসুলিম হালাল পতিতালয় চালু করা হয়েছে। হালালভাবে
যৌনবৃত্তি চরিতার্থ করার উপায় খুঁজে বের করতে তিনজন আধুনিক মনস্ক ইমামের (ধর্মীয় নেতা) পরামর্শ নিয়েছেন বলেও দাবি করেছেন বারের মালিক জনাথন সুইক।

আমস্টারডামে মুসলিম খদ্দেরদের জন্য অনুশাসনের সীমার মধ্যে থেকে পতিতালয় চালু করার দাবী করেছে মালিকপক্ষ। তারা এটাকে হালাল যৌনালয় বলে দাবি করছেন। ধর্মীয় নেতাদের পরামর্শ অনুযায়ী, সেখানকার পতিতাদেরকে মাদক সেবনে বাধ্য করা হবে না। ইসলামের নিয়মানুযায়ী দিনে পাঁচবার নামাজও পড়বে পতিতারা। আর খদ্দেরদেরকেও তাদের সঙ্গে শুধু ইসলামসম্মত ভাবেই যৌনসম্পর্ক স্থাপন করতে হবে।

কিন্তু বিয়ে ছাড়া নারী-পুরুষের যৌন সংসর্গ ইসলাম সম্মত হবে কিভাবে? ইমামের সঙ্গে পরামর্শ করে এরও একটা সমাধান বের করেছেন পতিতা ব্যবসায়ী জনাথন। হট ক্রিসেন্ট বারের হালাল পতিতাদেরকে প্রতি দুই মাস পর পর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়, যাতে করে গ্রাহকরা যৌনসংসর্গের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে না এবং কেউ অপরাধবোধেও ভুগবে না বলেই প্রত্যাশা হোটেল মালিকের।

ইসলামের শিয়া সম্প্রদায়ের মাঝে প্রাপ্তবয়স্ক যুগলের প্রণোদনার জন্য মুতা বিয়ে নামের একধরনের অস্থায়ী বিয়ে প্রচলিত আছে। শিয়া সমাজে ওই ধরনের চুক্তি ভিত্তিক বিয়ে স্বীকৃত এবং ধর্মীয় আইনসিদ্ধ। হোটেলে যৌনসঙ্গী সরবরাহের ক্ষেত্রে মুতা বিয়ের (বিনোদনের জন্য বিয়ে) ওই নিয়মই অনুসরণ করা হচ্ছে।

মুতা বিয়ে’র ক্ষেত্রে যুগলজীবনের সময়সীমা বিয়ের আগেই ঠিক করা হয় এবং সময় পার হওয়ার পর আপনা থেকেই বিয়ের সমাপ্তি ঘটে। তবে ইচ্ছানুযায়ী পুনরায় বিয়ে করা যায় এবং অর্থ প্রদানের বিষয়টিও ঘটতে পারে, যেমনটি একজন স্বামী তার স্ত্রীকে দিয়ে থাকেন বলে ধর্মীয় নেতাদের পরামর্শ।

সুত্র: অনলাইন পত্রিকা

Check Also

11377093_768919959891693_8552450127626177621_n

Can anyone become a Muslim?

Yes anyone can. There are two declarations, which are necessary: 1- To bear witness that ...