Thursday 16th May 2024
Komashisha familyAdvertisementContact । Time: ভোর ৫:৫৯
Home / বিকশিত মেধা / কওমির অহংকার

কওমির অহংকার

11953278_1637774219798967_1756821255647566489_nকওমী তারকা

আব্দুল বারী৷
হাফেয৷ মাওলানা৷
ডাক্টার৷
বাংলাদেশে এক বিরল প্রতিভা আব্দুল বারী৷ তিনি প্রথমে হিফয করেন৷ নিয়মতান্ত্রিকভাবে দাওরায়ে হাদীস তাকমীলে বেফাক পরীক্ষা দেন৷ ভালো ফলাফল করেন৷
এরপর…
তিনি এস এস সি পরীক্ষা দেন৷
এইচ এস সি পরীক্ষা দেন৷
ভর্তি হোন মেডিকেল কলেজে৷
এম বি বি এস পাশ করেন৷
এখন এম ডি করেছেন৷
নিয়মিত তারাবীহ পড়ান৷
জীবন সাথীও ডাক্তার৷
হাফেয মাওলানা ডাক্টার আব্দুল বারী ময়মনসিংহের নওমহলে বসবাস করেন৷
তিনি সি বি এম সি কলেজে অধ্যাপনা করেন৷ হাদীসের দরস দেন এক মাদরাসায়৷ নিয়মিত চেম্বারে বসেন৷
মাওলানা ডাক্টার আব্দুল বারী কওমী তারকা৷
তবে…
তবে আমরা তাঁর সম্পর্কে কিছু জানার চেষ্টা করি না৷
এবং আমাদের প্রয়োজনেও ডাকি না৷
আমার সাথে কিছুদিন আগে তাঁর হাসপাতাল ও কলেজের রুমে কথা হয়েছে স্বপ্ন নিয়ে৷
ডাক্টার আবদুল বারী আমাদের গৌরব৷
মাসিক আল কাউসারে তাঁর একটি সাক্ষাৎকার ছেপে ছিলো৷

Check Also

কবি ফররুখ

আদর্শবাদী কবি ফররুখ অন্যায়ের সাথে কখনো আপস করেন নি: ভাষা সৈনিক আবদুল গফুর

বিশিষ্ট ভাষা সৈনিক অধ্যাপক আবদুল গফুর বলেছেন, আদর্শের প্রতি অবিচল কবি ফররুখ আহমদ অন্যায়ের সাথে ...