Thursday 2nd May 2024
Komashisha familyAdvertisementContact । Time: সকাল ১১:৪০
Home / Contemporary / বৃটেনের মেয়েরা সতীত্ব না হারিয়েও মা হচ্ছেন

বৃটেনের মেয়েরা সতীত্ব না হারিয়েও মা হচ্ছেন

কমাশিসা ডেস্ক: সতীত্ব না হারিয়ে মানে কোন প্রকার যৌন সংসর্গ ছাড়াই কি মা হওযা সম্ভব? বর্তমান প্রযুক্তির যুগে এখন সেটাও যে সম্ভব তারই উদাহরণ এখন পশ্চিমা অন্যান্য দেশের পাশাপাশি বৃটেনেও হরহামেশাই মিলছে। IVF-এর কল্যাণে এখন বৃটেনেও ‘কুমারী মা’ এর সংখ্যা বাড়ছে। আর তারা তা করছেন কোন প্রকার যৌন সংসর্গ ছাড়াই।

শুধু ব্রিটেনেই এমন যুবতীর সংখ্যা ২৫। ডাক্তার বলছেন, বিষমকামী হওয়া সত্ত্বেও তারা কুমারী অবস্থাতেই IVF-এ মা হচ্ছেন বা ইতিমধ্যেই হয়েছেন। এদের এমনও কেউ কেউ রয়েছেন, যারা এখনও পর্যন্ত সেক্স করেননি। অর্থাৎ সতীত্ব না-খুইয়েই সন্তানের জন্ম দিয়েছেন, যাকে বলে ভার্জিন বার্থ।

কেন এমন সিদ্ধান্ত? ওই কুমারী মায়েদের কেউ কেউ ডাক্তারকে জানিয়েছেন, পছন্দসই পাত্র খুঁজে না-পাওয়ার কারণেই বিয়ে না-করেই তারা মা হয়েছেন। কেউ আবার শারীরিক জটিলতার কারণে বা সেক্স নিয়ে ভীতি কাজ করায়, বিয়ে বা সহবাস না-করেই IVF-এ মা হয়েছেন।

ডাক্তারদের অভিজ্ঞতায়, অন্য মায়েদের তুলনায় এই একাকী মায়েরা কিন্তু অনেক বেশি আবেগপ্রবণ, সেইসঙ্গে আর্থিকভাবে সচ্ছল। National Gamete Donation Trust-এর চিফ এগজিকিউটিভ লরা উইটজেনের কথায়, ‘সিঙ্গেল ওমেন’ বা কুমারী মায়ের কথা শুনলে, এখনও চারপাশের লোকজন বাঁকা চোখেই দেখে। কিন্তু, মহিলাদের কুমারী অবস্থায় মা হওয়ার অধিকার যে রয়েছে, এটা ভুললে চলবে না।

সুত্র: শীর্ষবিন্দু

Check Also

stock-marketwb_0

Asia shares continue global rebound

Asian stock markets have recorded more gains, continuing the positive lead set by the US ...