Friday 5th December 2025
Komashisha familyAdvertisementContact । Time: দুপুর ১:৩৫
Home / আকাবির-আসলাফ / বিপ্লবী চেতনার অগ্নি পুরুষ, সমাজ, রাষ্ট্র, জীবন সংস্কারক, আমিরুল মুমিনীন ওমর ইবনে আঃ আজিজ রহঃ

বিপ্লবী চেতনার অগ্নি পুরুষ, সমাজ, রাষ্ট্র, জীবন সংস্কারক, আমিরুল মুমিনীন ওমর ইবনে আঃ আজিজ রহঃ

জুলফিকার মাহমুদী:

justiceবিপ্লবী চেতনার অগ্নি পুরুষ, সমাজ, রাষ্ট্র, জীবন সংস্কারক, আমিরুল মুমিনীন ওমর ইবনে আঃ আজিজ রহঃ ৷ যার খিলাফতের বয়স ছিল মাত্র দু বছর পাচঁ মাস ৷ অল্প সময়ের খিলাফত জীবনে তিনি, সর্ব প্রথম সংস্কার করেন নিজ জীবনের ব্যক্তি সৌখিনতা ৷ তিনিই সর্ব প্রথম রাষ্ট্রীয় ভাবে আলেম উলামা , মোহাদ্দীসিনদের জন্য ভাতা নির্ধারণ করেন ৷
সব দ্বীনী প্রতিষ্ঠানে নিজে উপস্থিত হয়ে ইসলাহী বয়ান করতেন ৷ সরকারী সকল কর্মকর্তাদের খোদাভিতির কালাম শিক্ষা দিতেন ৷  ইসলামী অর্থনীতি এমন প্রখর ছিল ৷ যাকাত দেওয়ার লোক খুজে পাওয়া যেতনা ৷  কারন সবাই নিজ কর্মে ধনি, যাকাত দাতা ৷ গ্রহীতা নেই ৷ তিনি মুসলমানের মধ্য ঐক্যের বন্ধনের খুব খিয়াল রাখতেন ৷ যেন কোন অবস্থাতেই ফাটল না ধরে ৷ নিজের ব্যক্তি হক্ব বিসর্জন দিয়েও ঐক্যের জন্য থাকতেন নিবেদিত ৷৷
তিনি বলতেন মুসলমানের মধ্য ঐক্যই বিশাল এক শক্তি ৷
বাংলার আলিম উলামা তথা মুসলিম সমাজ আজ নিজ চেতনা, ঐতিয্য ভুলে গেছি ৷ নিজ জীবনের সংস্কার, আর ঐক্য প্রক্রিয়াকে গুরুত্বই দেইনা ৷ ঐক্য প্রক্রিয়া যতবার চেষ্টা করা হয়েছে সবই বিফল হয়েছে নিজ ব্যক্তি সার্থে, পদ পদবীর লোভে ৷ এবার ঐক্য ও সংস্কারের আওয়াজ নিয়ে কমাশিসার পথ চলা ৷ আসুন নিজ সার্থকতার বিসর্জন দিয়ে, ঐক্য ও শিক্ষা সংস্কারে এগিয়ে আসি ৷ এগিয়ে যাই ৷

Check Also

সুলতান মাহমুদ

মহাবীর সুলতান মাহমুদ গজনভী রাহ.

আবু সাঈদ মুহাম্মাদ উমর:: পূর্ণ নাম: ইয়মিনউদ্দৌলা আবুল কাসিম মাহমুদ ইবনে সবুক্তগীন। জন্ম: ২ নভেম্বর ৯৭১ ...