কিংগ সালমান নিহতদের জানাজা নিজ কাঁধে করে নিয়ে যাচ্ছেন
কামাশিসা ডেস্ক: সৌদি আরবের মক্কা নগরে পবিত্র মসজিদুল হারামে ক্রেন ভেঙে হতাহতের ঘটনায় ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির বাদশা সালমান। গত মঙ্গলবার ইংরেজি দৈনিক সৌদি গেজেটে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।
খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় স্থায়ীভাবে পঙ্গু হওয়া ব্যক্তিদের প্রত্যেককে ১০ লাখ সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি টাকার বেশি) দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। আহত ব্যক্তিদের প্রত্যেককে পাঁচ লাখ সৌদি রিয়াল করে দিতে বলা হয়েছে। ওই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের প্রত্যেকের পরিবার ১০ লাখ সৌদি রিয়াল করে ক্ষতিপূরণ পাবেন। এ ছাড়া মারা যাওয়া প্রত্যেক ব্যক্তির দুজন স্বজন আগামী বছর সৌদি বাদশার অতিথি হিসেবে পবিত্র হজ পালনের সুযোগ পাবেন।
ওই ঘটনার জন্য সৌদি আরবের ক্ষমতাশালী বিন লাদেন গ্রুপের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন সৌদি বাদশা।
গত শুক্রবারের ওই দুর্ঘটনায় অন্তত ১০৭ জন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন বাংলাদেশি আছেন বলে তথ্য পাওয়া গেছে। তার নাম আবুল কাশেম (৪৬)। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পশ্চিম এলাহাবাদের সুফিবাড়ীর বাসিন্দা। দুর্ঘটনায় আহত ২৩৮ জনের অন্তত ৪০ জন বাংলাদেশি বলে সংবাদ সংস্থা ইউএনবির খবরে বলা হয়েছে।
সুত্র: যায়যায়দিন