ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মালয়েশিয়ার বিখ্যাত পপ তারকা স্টেসি আনাম। সংবাদ সম্মেলন করে তার ইসলাম গ্রহণের বিষয়টি জানানো হয়। বাকিটা জীবন তিনি ইসলামী জীবন ধারায় কাটানোরও ঘোষণা দেন।
বয়ফ্রেন্ডের কারণে তার ইসলাম ধর্ম গ্রহণের কারণ কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, এমন কোনো বিষয় নয়। তার প্রেম এখন ইসলামের সঙ্গেই হয়ে গেছে। তিনি অনেক চিন্তা ভাবনা করেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
উল্লেখ্য, গত কয়েক বছর যাবত তার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল। সম্প্রতি সংবাদ সম্মেলন করে তা প্রকাশ করা হয়।
Check Also
Can anyone become a Muslim?
Yes anyone can. There are two declarations, which are necessary: 1- To bear witness that ...