Tuesday 3rd December 2024
Komashisha familyAdvertisementContact । Time: রাত ১১:২১
Home / Today / “যত হোক আধুনিক, দুনিয়া আসবে ঠিক দাড়ি-টুপি ওয়ালাদের দখলে…”

“যত হোক আধুনিক, দুনিয়া আসবে ঠিক দাড়ি-টুপি ওয়ালাদের দখলে…”

দাড়ি টুপি পরার অধিকার চাইআব্দুল্লাহ মায়মূন ::

তিনি আমাকে বললেন, ‘মাঝেমধ্যে রাগারাগি করলে সম্পর্ক আরো শক্তিশালী হয়’। একথা গতকাল আমার এক প্রিয় ভাই বললেন। তার সাথে আমার সম্পর্ক ছিল খুব হৃদ্যিক। কিন্তু মাঝে অন্য একজন চোখলখুরী করে আমাদের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেয়। তাই গতকাল আমাদের উভয়ের শ্রদ্ধেয় একব্যক্তির মধ্যস্থতায় এই সন্দেহ দূর হয়। তখন তিনি আমাকে এ কথা বলেন। পরে আমি তার সমর্থনে বললাম, শায়খুল হাদীস যাকারিয়া সাহেব রাহঃ উনার লিখিত আত্মজীবনী ‘আপবীতী’তে লিখেন, যে, যাদের সাথে উনার বেশি রাগারাগি হয়েছে তাদের সাথেই পরে সম্পর্ক প্রগাঢ় হয়েছে।
এমনিভাবে ইসলাম পালনে যদি মাঝেমধ্যে বাধা আসে তখন মুসলমানদের ঈমান তাজা হয়। যার প্রমাণ, সুন্নাতী পোশাক নিয়ে আজকের মানববন্ধব। অনেক ভাইকে দেখলাম গেঞ্জি-শার্ট-প্যান্ট পরেও আজকের অনুষ্ঠিত এই মানববন্ধনে উপস্থিত হতে। ছবি দেখলে আপনার নজরে তাই পড়বে।
এমনিভাবে আমরা দেখেছি, শাহবাগীরা যখন বিষফোঁড়া হয়ে ভেসে আসল তখন নবীপ্রেমীরা মৃত্যু সাথে শাপলায় গেলো। আজ শাহবাগীরা পালিয়ে বেড়াচ্ছে, কিন্তু নবীপ্রেমীরা এদেশে ঠিকই আছে। এমনিভাবে এদেশ থেকে একদিন এই কুলাঙ্গাররা পালিয়ে বেড়াবে কিন্তু প্রকৃত ঈমানদাররা ঠিকই থাকবে ইনশা-আল্লাহ!!!

“এভাবে একদিন বাতিল হবে বিলীন, হক্বের গান গাইবে সকলে,
যত হোক আধুনিক দুনিয়া আসবে ঠিক দাড়ি-টুপি ওয়ালাদের দখলে।”

কারণ, ইসলাম হর কারবালা কে বাদ যিন্দা হোতা হ্যায়।
ইসলাম মরুভূমিতে বেড়ে উঠেছে, যাতে করে প্রত্যেক মুসলিমকে সিংহ রূপে গড়ে তুলতে পারে।

লেখক : শিক্ষক ও অনলাইন এক্টিভিস্ট

Check Also

11377093_768919959891693_8552450127626177621_n

Can anyone become a Muslim?

Yes anyone can. There are two declarations, which are necessary: 1- To bear witness that ...