Saturday 23rd November 2024
Komashisha familyAdvertisementContact । Time: বিকাল ৪:২০
Home / Today / রাজাগঞ্জে শরীয়ত বিরোধী কার্যকলাপের প্রতিবাদে গণসমাবেশ আনুষ্ঠিত।

রাজাগঞ্জে শরীয়ত বিরোধী কার্যকলাপের প্রতিবাদে গণসমাবেশ আনুষ্ঠিত।

Rajagonjআমীমুল ইহসান শামীম, রাজাগঞ্জ, কানাইঘাট থেকে : আমাদের রত্নগর্ভা রাজাগঞ্জ! অসংখ্য ওলী-আউলিয়া, পীর-মাশায়েখ, আলিম-ওলামা আর বুজুর্গ ব্যক্তি জন্ম দিয়ে ধন্য হয়ে আছে এ মাটি। এ মাটির পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে আছে কত মহামনীষীদের বীরত্বগাঁথা ইতিহাস। এখনো এ মাটির বাতাসে ইসলামের সৌরভ ছড়ায়। কিন্তু আগেকার যুগের বাতির নিচে যেমন কিছু আঁধার লুকিয়ে থাকতো; ঠিক তেমনি আমাদের এলাকাতেও কিছু আধাঁর লুকিয়ে ছিল।
কিছু বিপথগামী যুবক সেই আঁধারকে বুকে ধারণ করে আমাদের শান্তির সমাজে অশান্তির দাবানল জ্বালাতে এবং এলাকার মানুষকে অনৈসলামিক কর্মকাণ্ডে লিপ্ত করতে চায়। কিন্তু আমাদের এলাকার ধর্মপ্রাণ সচেতন মুসলমানদের একই দাবী ‘রাজাগঞ্জের মাটি, দ্বীন ইসলামের ঘাট’। সুতরাং অত্র এলাকাতে কোনো ধরনের গান-বাজনা ও মদ-জোয়ার আসর চলতে পারে না, চলতে দেওয়া যায় না। তাই উপজেলা প্রসাশনের সহযোগিতার মাধ্যমে আজকের এই গণপ্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব হুমায়ূন কবির। বিশেষ অতিথি ছিলেন কানাইঘাট প্রেসক্লাব এর সভাপতি বিশিষ্ট সাংবাদিকরা জনাব আব্দুল মান্নান।
অন্যান্যদের মধ্যে যারা উপস্থিত ছিলেন- বিশিষ্ট আলেমে দ্বীন রাজাগঞ্জ জামেয়ার প্রিন্সিপাল জনাব মাওলানা মমতাজ উদ্দিন সাহেব, রাজাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান জনাব ডাক্তার মানিক মিয়া, লালারচক মাদরাসার মুহতামিম জনাব মাওলানা আবুল হাসান, সুরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাস্টার সাজিদুর রহমান সহ এলাকার গন্যমান্য মুরব্বিয়ান ও উলামায়ে কেরাম।

রাজাগঞ্জ 02সমাবেশে প্রধান অতিথির প্রসাশনিক সহযোতিতার আশ্বাস।
সমাবেশে প্রধান অতিথি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার এলাকার সবধরণের অপকর্ম নির্মূলে প্রশাসনিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অন্যান্য বক্তারা আগামী দিনে গান-বাজনাসহ যে কোনো ধরনের অসামাজিক-অনৈসলামিক কার্যকলাপের আভাস পাওয়া গেলে সাথে সাথে প্রতিরোধ করার শপথ নেন এবং সর্বস্তরের তাওহিদী জনতাকে সজাগ থাকার আহ্বান জানান।

Check Also

11377093_768919959891693_8552450127626177621_n

Can anyone become a Muslim?

Yes anyone can. There are two declarations, which are necessary: 1- To bear witness that ...